- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

ফুকুশিমা আপডেট : শেয়ারহোল্ডাররা চাইছে, পরমাণু বিদ্যুৎ ব্যবসা বন্ধ হোক

মূল ইংরেজি আপডেট আরতি চোক্ষী, ওয়েবসাইট http://nojore-fukushima.-tumblr.com#

frozen_trench_adding_ice_140724_10
ফুকুশিমা চুল্লিকে ঘিরে বরফের প্রাচীর তৈরির কাজ চলছে

সিঙ্গাপুর জাপান থেকে আমদানিকৃত খাদ্যের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। জাপানি পরমাণু কর্তৃপক্ষ বরফের দেওয়াল নির্মাণের বিষয়টি মঞ্জুর করেছে। এই বরফের দেওয়াল ফুকুশিমার ১নং চুল্লির চারপাশে নির্মাণ করা হবে যাতে মাটির নিচের তেজস্ক্রিয় দূষিত জল প্ল্যান্টে ঢোকা আটকানো যায়। টেপকো-র শেয়ারহোল্ডাররা দাবি করেছে, ফুকুশিমার দুর্ঘটনা বিষয়ে সাক্ষাৎকার নেওয়া হোক। অন্যদিকে, নয়টি বড়ো বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার শেয়ারহোল্ডাররা জানিয়েছে, পরমাণু শক্তির উৎপাদন কমানো কিংবা বন্ধ করা হোক।