- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

ফটো ফিচার : ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের চওড়া লেন

মে-জুন মাসের দাবদাহে রাস্তা তৈরির কাজের শ্রমিক। ছাউনির বাইরে চৌকি পেতে রাস্তার ওপর শুয়ে। রাস্তার মধ্যেই গর্ত করে বানানো টিউবওয়েল, অস্থায়ী। কর্মীদের তৃষ্ণা নিবারণ এবং রান্নাবান্না ও স্নানের জলের প্রয়োজন মেটানোর জন্য। ছবি শমীক সরকারের তোলা। ২৭ মে।
মে-জুন মাসের দাবদাহে রাস্তা তৈরির কাজের শ্রমিক। ছাউনির বাইরে চৌকি পেতে রাস্তার ওপর শুয়ে। রাস্তার মধ্যেই গর্ত করে বানানো টিউবওয়েল, অস্থায়ী। কর্মীদের তৃষ্ণা নিবারণ এবং রান্নাবান্না ও স্নানের জলের প্রয়োজন মেটানোর জন্য। ছবি শমীক সরকারের তোলা। ২৭ মে।
bypass2
ইএম বাইপাস দিয়ে সাইকেল, ভ্যান চলাচল করে অনেক। বড়ো ছোটো দ্রুতগতির যানবাহনের পাশ দিয়ে এইসব ক্ষুদে বাহনদের যেতে হয়, সবসময় প্রাণ হাতে নিয়ে। এই বুঝি মেরে বেরিয়ে গেল। তাই তৈরি হতে থাকা চওড়া রাস্তায় একটি লেন সাইকেল তথা অযন্ত্রচালিত যানবাহনের জন্য নির্দিষ্ট হলে লাভ সাইকেল, রিক্সা, ভ্যান — এদের। ছবি শমীক সরকারের তোলা, ২৭ মে।
ইএম বাইপাসের নির্মীয়মান বি আর টি এস (বাস র‍্যাপিড ট্র্যানজিট সিস্টেম) -এ সাইকেল লেন পরিদর্শনে 'সাইকেল সমাজ'-এর প্রতিনিধি শ্রীমান চক্রবর্তী। ছবি শমীক সরকারের তোলা, ২৭ মে।
ইএম বাইপাসের নির্মীয়মান বি আর টি এস (বাস র‍্যাপিড ট্র্যানজিট সিস্টেম) -এ সাইকেল লেন পরিদর্শনে ‘সাইকেল সমাজ’-এর প্রতিনিধি শ্রীমান চক্রবর্তী। ছবি শমীক সরকারের তোলা, ২৭ মে।
পিয়ারলেস হাসপাতালের কাছে এখনো এসে পৌঁছয়নি নতুন চওড়া রাস্তা। তবে আসার অপেক্ষায়। উচ্ছেদের অপেক্ষায় এই ফুট-এর হোটেলগুলিও। ছবি শমীক সরকারের তোলা। ২৭ মে।
পিয়ারলেস হাসপাতালের কাছে এখনো এসে পৌঁছয়নি নতুন চওড়া রাস্তা। তবে আসার অপেক্ষায়। উচ্ছেদের অপেক্ষায় এই ফুট-এর হোটেলগুলিও। ছবি শমীক সরকারের তোলা। ২৭ মে।