- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

পুলিশ হেফাজতে নিহত অভিযুক্ত, প্রতিবাদ

977133_617819218230209_324645465_o

২০০৭ সালে গোরখপুর কোর্ট চত্বরে একটি বিস্ফোরণে অভিযুক্ত খালিদ মুজাহিদ নামে এক যুবক গত ১৫ মে শনিবার পুলিশ হেফাজতে মারা যায়। ফৈজাবাদ আদালতে শুনানি সেরে লখনৌ জেলে পুলিশ ভ্যানে ফেরার পথে তার মৃত্যু হয়। পুলিশ দাবি করে মৃত্যুর কারণ হৃদরোগ। যদিও অটোপ্সি করার আগের কিছু ফটোতে দেখা যায়, খালিদের গায়ে অত্যাচারের চিহ্ন। ২১ মে আদালত চত্বরে খালিদের অন্যতম আইনজীবী মোহাম্মদ শাকিলকে বেধড়ক পেটায় কিছু আইনজীবী। খালিদের ‘খুন’-এ দোষী পুলিশ অফিসারদের শাস্তির দাবিতে লখনৌ বিধানসভার সামনে অনির্দিষ্টকালের জন্য ধরনায় বসে রিহাই মঞ্চ নামে একটি সংগঠন, যারা বিনা দোষে সন্ত্রাসবাদী অভিযোগে জেলে আটক মুসলিম যুবকদের পক্ষে সওয়াল করে আসছে। সংবাদমন্থন প্রতিবেদন, ২৭ মে। তথ্যসূত্র মুসলিম মিরর, ছবিসূত্র রিহাই মঞ্চ-এর ফেসবুক পেজ।