- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

পুজো সবার মুখে হাসি ফোটায় না

কোচবিহারের একটি পুজো মন্ডপের পেছনের অন্ধকার অংশে ষষ্ঠীর দিন চলছে বস্ত্র বিতরণ, ছবি তুলেছেন রামজীবন ভৌমিক

রামজীবন ভৌমিক, কোচবিহার, ২৭ অক্টোবর#

পুজোর আগে এবং পুজোর সময় পুজোর বিজ্ঞাপন এমন উচ্চগ্রামে হতে থাকে যেন সবার জন্য পুজোর আনন্দের বন্যা বয়ে যায়। বস্তুত তা কিন্তু নয়। সেটাই বুঝতে পারলাম ষষ্ঠীর দিন কোচবিহারে ঘুরতে গিয়ে। স্থানীয় এসি ডিসি ক্লাব এ গিয়ে দেখছি আগত দর্শনার্থীদের দিয়ে কিছু গরীব দুস্থ মহিলাদের কাপড় বিতরণ করা হচ্ছে পুজো প্যান্ডেলের পেছন দিক দিয়ে। আলোহীন আবছায়ায়। ঠিক সামনে ঝলমলে আলো। আমাদের একটা কলম দিলেও হয়ত ঝলমলে আলোতেই দেওয়া হত।
কাপড় পাচ্ছিল শুধু তারাই, যাদের স্লিপ ছিল। বেশির ভাগ বৃদ্ধারই স্লিপ ছিল না। একটা কাপড়ের জন্য আশি উর্ধ অনেক কুঁজো হয়ে থাকা মহিলারা আমাদের বলছিল পুজো কমিটিকে বলার জন্য, যেন তারা কাপড় পায়। পুজো যে বেশিরভাগ মানুষের জীবনে দুঃখের, দারিদ্র্যের ফারাককে আরও উঁচুতে নিয়ে যায়, সেটা আমরা না দেখতে পাওয়ার অভ্যাস করে ফেলেছি। টিভি, কাগজ, সব জায়গায় এটা বলা হয়, পুজোটা সবার, এটা ডাহা মিথ্যে প্রচার — এমনই মনে হল এই বস্ত্র বিতরণ দেখে।