- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

পাতিপুকুর নতুনপল্লীর বড় জলাশয়টিতে ময়লা ফেলতে নিষেধ করল পুরসভা ও স্থানীয় কলোনি কমিটি

শ্রীমান চক্রবর্তী, পাতিপুকুর নতুনপল্লী, ১৬/১০/ ২০১৫#

পাতিপুকুর জলাশয়ে ময়লা ফেলা বন্ধ কলোনীর নোটিশ
পাতিপুকুর জলাশয়ে ময়লা ফেলা বন্ধ কলোনীর নোটিশ। ছবি সোমনাথ পাল।

পাতিপুকুর লেকটাউন অঞ্চলের নতুনপল্লী সংলগ্ন কয়েক বিঘা জলাশয়টি দীর্ঘদিন ধরেই ব্যবহারের অনুপযুক্ত হয়ে উঠেছে অঞ্চলবাসীর এক অংশের দ্বারা বিভিন্ন আবর্জনা ফেলে ভরাটের দরুন। পূর্বতন কলোনীবাসী সাথে বর্তমানে নতুন ভাবে জাকিয়ে ওঠা ফ্ল্যাটের বাসিন্দাদের কাছে জলাশয় তো আরও অকেজোর বস্তু। এর থেকে মশা ছড়ায় সাপ কোপ বাসা বাঁধে ইত্যাদি। তাই তারাও রাতের অন্ধকারে ফ্ল্যাটের জানলা বা ব্যালকনি দিয়ে ময়লা ফেলে থাকে। ইতিপূর্বে খবরের কাগজ সংবাদ মন্থনে দু’দফা এই নিয়ে ছবি সহ প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

গত অগাস্ট মাসে এই জলাশয়ের প্রতিবেদনের কপি দক্ষিণ দমদম পৌরসভার চেয়ারম্যানের হাতেও দেওয়া হয়েছে এই বিষয়টির ওপর দৃষ্টি আকর্ষণ করে। আমাদের তরফে সেই রিপোর্টের প্রেক্ষিতে স্থানীয় কলোনী কমিটি ও পৌরসভার তরফে জলাশয়ের পশ্চিম পাড় বরাবর প্রায় দশ ফুট উচুঁ প্রায় প্রায় পঁচিশ ফুট দীর্ঘ বেড়া দেওয়া হয়েছে যাতে জলাশয়ে কোন রকম আবর্জনা ফেলা না হয়। এর সাথে সাথে জলাশয়ের আশপাশ জুড়ে কতগুলি ব্যানার টানিয়ে এ সম্পর্কে স্থানীয়দের নিষেধ করা হয়েছে কোন রকম ময়লা বা আবর্জনা ফেলতে জলাশয়ের পার্শ্ববর্তী কোন স্থানে। আমাদের আশা শীঘ্রই কর্তৃপক্ষ এই জলাশয়টি সংস্কারে কাজে উদ্যোগী হবে।