- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

নোনাডাঙা উচ্ছেদ বিরোধী আন্দোলনের কর্মীদের জামিন

সংবাদমন্থন প্রতিবেদন, কলকাতা, ৭ জুলাই#
নোনাডাঙার উচ্ছেদ বিরোধী আন্দোলন থেকে ২০ জুন গ্রেপ্তার হওয়া ৩২ জন অবশেষে ৬ জুলাই জামিন পেলেন, প্রত্যেকে ব্যক্তিগত পাঁচশো টাকার বন্ডে। এর মধ্যে ২২ জন বস্তিবাসী, বাকিরা উচ্ছেদ বিরোধী আন্দোলনের কর্মী। একইসাথে গ্রেপ্তার হয়েছিল সুনীল কুমার গুপ্তা নামে একটি সতেরো বছরের কিশোর। সে আন্দোলনের সঙ্গে জড়িত ছিল না। ধর্মতলা থেকে আন্দোলনকারীদের সাথে তাকেও গ্রেপ্তার করে পুলিশ এবং ওই মামলায় ফাঁসায়। সেও ওইদিন জামিন পায়। এই কিশোরের বাবা ধর্মতলার কাগজ বিক্রেতা হকার। বাড়ি ১৫এ ব্রিটিশ ইন্ডিয়া স্ট্রিটে।
তবে এই ৩৩ জন জামিন পেলেও নোনাডাঙার ঘটনায় আগে গ্রেপ্তার হওয়া অভিজ্ঞান সরকার এবং দেবলীনা চক্রবর্তী এখনও জামিন পাননি।
এদিকে ১৪ জুলাই পুরমন্ত্রী নোনাডাঙায় যান আবার। কিন্তু বাসিন্দাদের মধ্যে দ্বিধা আছে, আপাত সরে যাওয়ার যে জায়গাটার কথা বলা হচ্ছে, সেটি মজদুর কলোনি ও শ্রমিক কলোনির এখন পড়ে থাকা শ’খানেক পরিবারের থাকার পক্ষে খুবই ছোটো।