- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

নিজেদের কলমে : ‘আমাদের এখানে এতটুকু বেখেয়াল হলে বিপদ ‘

সুপর্ণা, ৩১ মে #

suparna

আমি ঢাকুরিয়া বাবুবাগান রেলকলোনিতে থাকি। আমাদের এখানে থাকতে একেবারে ভালো লাগে না। কারণ, একটু এতটুকু বেখেয়াল হলে বিপদ, বিপদ আমাদের পদে পদে। আমাদের এখানে কারোর সঙ্গে কারোর মিল নেই, সব সময় কিছু না কিছু নিয়ে ঝগড়া লেগেই আছে। সকাল হলেই কারো না কারো ঝগড়া অথবা গালাগালি লেগেই আছে। এখানে ছোটো ছোটো ছেলে ও মেয়েরা বড়োরা যা করে তাই দেখে, তারাও তাই শেখে। বড়ো বড়ো লোকদের সঙ্গে ছেলেমেয়েরা খেলে, ছোটো ছেলেরা জুয়া খেললে বড়োরা কোথায় তাদেরকে খেলতে বারণ করবে, তা না করে তারাই ওদের ডেকে খেলবে। ছোটোদের সঙ্গে একসাথে মদ খাবে। বাড়িতে কোনো লোকজন এলে ভালোভাবে তাদের সঙ্গে কথা বলা যায় না, কারণ পাশের বাড়িতে লোক মদ খেয়ে গালিগালাজ করছে, এমন এমন আজেবাজে ভাষা বলছে তাই শুনে নিজের খারাপ লাগছে। আমরা কোথায় থাকি, কোনো ভালো লোকজনকে আমাদের বাড়িতে আনতে পারি না। কলে জল নিয়ে ঝগড়া। কাপড় জামা মেলা নিয়ে ঝগড়া। আমাদের একটা ঘরের মধ্যে খাওয়া, থাকা, ঘুমানো। বাড়িতে ছেলে, মেয়ে বড়ো হয়ে গেলে খুব অসুবিধা হয়। একটা ঘরের মধ্যে ছেলেমেয়েদের পড়াশুনার অসুবিধা। এখানের পরিবেশ খুব খারাপ।

suparna'swritingLR