- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

দিল্লি শহরের সাইকেল স্ট্যান্ড

৩০ জানুয়ারি, জিতেন নন্দী, দিল্লি#

ছবি তুলেছেন জিতেন নন্দী
ছবি তুলেছেন জিতেন নন্দী

কাল রাতে ন-টা নাগাদ ফিরছিলাম নিজামুদ্দিন আউলিয়া-র দরগা থেকে। জঙ্গপুরা মেট্রো স্টেশনের কাছে পৌঁছাতেই দেখলাম একটা সাইকেল স্ট্যান্ড। সেখানে রয়েছে সাতটা সাইকেল।  একজন সেখানে চাদর মুড়ি দিয়ে বসে ডিউটি দিচ্ছেন। পরিচয় করে জানলাম যে ওঁর নাম মদন। ২৪ ঘণ্টাই খোলা থাকে এই স্ট্যান্ড। ওঁর রাত আটটা থেকে সকাল আটটা পর্যন্ত ডিউটি। সকালে আর একজন ডিউটিতে আসবে। এখান থেকে সাইকেল ভাড়া নিয়ে বেরিয়ে পড়া যায় কাজে কিংবা অকাজে। দশ টাকায় চার ঘণ্টা। তবে আইডি কার্ড জমা রাখতে হয়। দু-তিন বছর থেকে এই ব্যবস্থাটা চালু হয়েছে। দিল্লি গেট থেকে খানপুর পর্যন্ত আট-দশটা স্ট্যান্ড রয়েছে। দিল্লি বিআরটি (র‍্যাপিড ট্রানজিট সিস্টেম) এই স্ট্যান্ডগুলো চালাচ্ছে।