- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

দশগুণ বেশি ক্ষতিপূরণ দিয়েও জায়তাপুর পরমাণু প্রকল্পের জন্য চাষির সম্মতি কেনা যাচ্ছে না

আরতি চোক্ষির সহযোগিতায় সংবাদমন্থন প্রতিবেদন, ১৩ ফেব্রুয়ারি#

প্রথমে ঘোষণা হয়েছিল, ক্ষতিপূরণ দেওয়া হবে হেক্টর প্রতি ১.১৫ থেকে ৪ লক্ষ টাকা করে। ৫ ফেব্রুয়ারি জায়তাপুর ফরাসি পরমাণু চুল্লির জন্য হেক্টর প্রতি সাড়ে বাইশ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করল কেন্দ্র। কিন্তু মহারাষ্ট্রের রত্নাগিরি জেলার রাজাপুর তালুকের পাঁচটি গ্রামের ২৩৩১ জন চাষি (৯৩৮ হেক্টর জমির মালিক) ক্ষতিপূরণ নিতে নারাজ। তারা চায়, প্রকল্প বাতিল হোক। উল্লেখ্য, প্রকল্পের কাজ কত দূর এগিয়েছে, দেখতে আসছেন ফরাসি রাষ্ট্রপতি ফ্রসোঁয়া অলান্দ।