- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

তুমি তো এমন ছিলে না !

chhobi

গত কয়েকদিন ধরে যখন দিল্লির ধর্ষণকাণ্ডের অভিযুক্তদের ফাঁসি ও অন্যান্য দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবীতে উন্মত্ত হয়ে উঠছে সকলে, তখন ফেসবুকে ণ্ণশিক্ষান্তর আন্দোলন’-এর পাতায় একটা ছোট্ট খবর নজর কাড়ে। কোন একটি আফ্রিকান উপজাতি গোষ্ঠীতে প্রচলিত এক প্রথার কথা জানতে পারা যায়। সেখানে যদি কোনও মানুষ কোনও অপরাধ করে, কাউকে কষ্ট দেয় বা কোনভাবে উৎপীড়ন করে তখন তার প্রতিকার স্বরূপ তাকে পাড়ার মধ্যিখানে ডেকে আনা হয়। পাড়ার সমস্ত মানুষ তাকে তখন ঘিরে ধরে। তারপর একে একে মনে করিয়ে দিতে থাকে তাকে সে তার জীবনে কী কী ভালো কাজ করেছিল। দীর্ঘ দু’দিন ধরে এই প্রক্রিয়া চলতে থাকে।
এই গোষ্ঠীর লোকেরা মনে করে যে প্রতিটা মানুষই আসলে ভালো। জন্মমুহূর্ত থেকেই নিরাপত্তা, ভালোবাসা, শান্তি ও আনন্দ পেতেই সে চায়। সেই জিনিসগুলো খুঁজতে খুঁজতেই কখনো কখনো পথ ভুল হয়ে যায়। এরা সমস্ত অপরাধকেই সাহায্যের আহ্বান হিসেবে গণ্য করে।
এরা নিজেদের লোককে অপরাধের দুর্বিপাক থেকে ফের উঠে দাঁড়াতে, পথ খুঁজে পেতে, নিজের স্বরূপকে চিনতে সাহায্য করে। সে যে ভালো, এই বোধ তার ভিতরে আরো একবার জাগিয়ে তোলে।