- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

জাপানে ইদানীংকালের সবচেয়ে বড়ো পরমাণুবিরোধী সমাবেশ

জাপানে ইদানীংকালের সবচেয়ে বড়ো পরমাণুবিরোধী সমাবেশ হয়ে গেল ১৯ সেপ্টেম্বর সোমবার। প্রায় ৬০ হাজার মানুষ এতে অংশ নেয়। এই মাপের সমাবেশ হয়েছিল গত ২০০৩ সালে আমেরিকার ইরাক আক্রমণের বিরুদ্ধে। সোমবারের সমাবেশে সংগঠকরা ঘোষণা করে, পরমাণু চুল্লির অবসান চেয়ে জুন মাস থেকে এখন অবধি এক কোটি স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে। ইয়োইয়োগি পার্কের এই সমাবেশে স্লোগান ওঠে, ‘আমরা পরমাণু চুল্লি চাই না’, ‘টেপকো ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দাও’.  তথ্যসূত্র ওয়ার্ল্ড সোসালিস্ট ওয়েবসাইট