- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

জাপানের শেষ পরমাণু চুল্লিটিও বন্ধ হল

 

জাপান তার শেষ পরমাণু চুল্লিটি বন্ধ করল ৫ মে। এই শেষ পরমাণু চুল্লিটি হোক্কোইডো প্রদেশের তোমারি পরমাণু প্রকল্পের তিন নম্বর ইউনিট। ২০১১ সালের ১১ মার্চ ফুকুশিমা পরমাণু বিপর্যয়ের পর একে একে দেশের ৫৪টি পরমাণু চুল্লি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেবার সিদ্ধান্ত নেয় জাপান। চুল্লিগুলি নিয়মমতো রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ করা হলেও, সেগুলো আপাতত আর চালু করা হবে না। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে ফুকুশিমার বিপর্যয়ের পর জাপানের পরমাণু বিরোধী আন্দোলন। গত বছর ১১ মার্চের আগে জাপানের মোট বিদ্যুতের তিরিশ শতাংশ আসত পরমাণু থেকে। এখন তা শূন্য। শেষ পরমাণু চুল্লি বন্ধ হওয়ায় রাস্তায় নামে জাপানের পরমাণু বিরোধী হাজার হাজার মানুষ। এখানে তারই ছবি।

সংবাদমন্থন প্রতিবেদন, কলকাতা, ১৫ মে