- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

জাইতাপুরে পরমাণু প্রকল্পের জমিতে সম্মিলিতভাবে চাষের সিদ্ধান্ত গ্রামবাসীদের

জাইতাপুর পরমাণু কেন্দ্রের জন্য জমি হারানো চাষিরা প্রকল্পের জমিতে সম্মিলিতভাবে চাষ করার সিদ্ধান্ত নিয়েছে। এই লক্ষ্যে ১৩ জুন শ-খানেক চাষি পরিবার ‘মাদবন মিঠগাভান সংঘর্ষ সমিতি’র নেতৃত্বে জাইতাপুর প্রকল্পের জমির কাছে পৌঁছে স্লোগান দিতে থাকে। তাদের সামলাতে জড়ো করা হয়েছিল হাজার খানেক পুলিশ। তারা ২২ জন প্রতিবাদকারীকে আটক করে ও পরে ছেড়ে দেয়। পাশের সাখরি নাতে গ্রামে প্রায় দেড় হাজার চাষি ও মৎস্যজীবী জড়ো হয়ে মাদবন ও মিঠগাভান গ্রামের চাষিদের এই প্রতিবাদকে সংহতি জানায়। ছে, হাল বলদ নিয়ে গিয়ে তারা প্রকল্পের জমি চষে দেবে। জোর করে জমি অধিগ্রহণ করে পরমাণু প্রকল্প স্থাপনের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে তারা এটা করবে। আন্দোলনকারীদের পরিকল্পনা ছিল, আশেপাশের বেশ কয়েকটি গ্রাম থেকে এসে চাষিরা এই আন্দোলনে যোগ দেবে, কিন্তু তা সফল হয়নি। সরকার থেকে মোতায়েন করা ব্যাপক পুলিশ বাহিনী ও ১৪৪ ধারা ভেঙে প্রকল্পের এলাকায় যাওয়া যায়নি।
২০১১ সালের এপ্রিল মাসে জাইতাপুরের প্রতিবাদী চাষিদের ওপর গুলি চালিয়েছিল পুলিশ, তাতে একজন মারা যায়।

শমীক সরকার, কলকাতা, ১৪ জুন