- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

জলাভূমি রক্ষা আন্দোলনের শহিদ তপন দত্তের স্মরণে নানা অনুষ্ঠান

দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল। ২০১১ সালের ৬ মে হাওড়া জেলার বালি-ঘোষপাড়া লেভেল ক্রসিংয়ের কাছে রাত পৌনে দশটা নাগাদ খুন হলেন তপন দত্ত। তাঁর অপরাধ ছিল তিনি প্রায় ২০০০ বিঘার ‘জয়পুর বিল’ নামক বিরাট একটি জলাশয় কর্পোরেট-প্রোমোটর চক্রের থাবা থেকে বাঁচাতে চেয়েছিলেন। জলাভূমিটি আজ প্রায় পুরোটাই ভরাট হয়ে গেছে। তাই শহিদ তপন দত্তের প্রথম মৃত্যুবর্ষে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাকে স্মরণ করার সাথে সাথে আমরা দাবি তুলছি জলাভূমিটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে এবং জলাভূমিটির নামকরণ করতে হবে ‘শহীদ তপন দত্ত স্মৃতি জলাশয়’। আমাদের অনুষ্ঠানস্থল কুমিল্লা পাড়ার মাঠ (সাঁপুইপাড়া)।
৫ মে ২০১২
সকাল ৮টায় ঘোষপাড়া লেভেল ক্রসিংয়ের পাশে জমায়েত, শহিদ বেদীতে মাল্যদান ও মিছিল।
সকাল ৯টায় স্বাস্থ্যপরীক্ষা শিবির
বিকেল ৫টায় বিতর্ক প্রতিযোগিতা (সর্বসাধারণের জন্যে)
বিষয় : সভার মতে উন্নয়নের জন্য জলাভূমি ভরাট আবশ্যক।
৬ মে ২০১২
সকাল ৯টায় স্কুলের ছাত্রছাত্রীদের অঙ্কন প্রতিযোগিতা। বিষয় : পরিবেশ ও জলাভূমি।
সকাল ১০টায় রক্তদান শিবির।
বিকেল ৫টায় শহিদ তপন দত্ত প্রথম বর্ষ স্মারক বক্তৃতা।
বিষয় : পরিবেশ রক্ষায় জলাভূমি। বক্তা : কল্যাণ রুদ্র ও ধ্রবজ্যোতি ঘোষ। রাত ৯.৩০টায় অনুষ্ঠান স্থল থেকে শহিদবেদী পর্যন্ত মোমবাতি মিছিল। এছাড়া অনুষ্ঠানস্থলে জয়পুর বিলের ওপর প্রদর্শনীর ব্যবস্থা থাকছে।
আহ্বায়ক
সিটিজেন্স রাইট্‌স অ্যান্ড প্রোটেকশন ফোরাম
এপিডিআর (বালি শাখা)
অরুণ পাল, বালি, ২৫ এপ্রিল