- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

জমি অধিগ্রহণের বিরুদ্ধে আসালোয়াস গ্রাম

অরুণ পাল, বালি, ৮ আগস্ট#

হরিয়ানার রেওয়ারি জেলার বাওয়াল টাউনের কাছে আসালোয়াস গ্রামের ৩০০০ একর জমি থেকে কৃষকদের উচ্ছেদ করে শিল্প তালুক গড়ে তোলার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। এই সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে ণ্ণকিসান সংঘর্ষ সমিতি’ কৃষকদের সংগঠিত করে লড়াই চালিয়ে যাচ্ছে। গত ২২ জুলাই তারা দিল্লি-জয়পুর জাতীয় সড়ক অবরোধ করে মহাপঞ্চায়েতের ডাক দেয়। মহাপঞ্চায়েত চলাকালীন পুলিস জমায়েতের ওপর লাঠি চালাতে শুরু করলে মুহূর্তের মধ্যে এলাকা রণক্ষেত্রের রূপ নেয়। পুলিস যথারীতি তাদের ওপর ঢিল ছোঁড়ার অজুহাত দেখিয়েছে। পুলিসের আক্রমণে প্রায় চল্লিশজন গ্রামবাসী আহত হয়, গণবিক্ষোভে কয়েকটি সরকারি বাসে আগুন দেওয়া হয়। প্রায় ঘন্টা তিনেকের ওপর পুলিসের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ চলে।