- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

‘চীনারা আমাদের কোনোদিনই শান্তিতে বাঁচতে দেবে না’

সংবাদমন্থন প্রতিবেদন, কলকাতা, ৫ অক্টোবর#

ছবি ও খবরের সূত্র এখানে
ছবি ও খবরের সূত্র এখানে

আর এক তিব্বতীর আত্মাহুতি

চীনের জঘন্য রাষ্ট্রীয় দখলদারীর বিরুদ্ধে তিব্বতে আত্মহত্যার মধ্য দিয়ে প্রতিবাদের ঘটনা ঘটেই চলেছে। মাঝে দু-মাসের বিরতির পর গত শনিবার ২৮ সেপ্টেম্বর দুই সন্তানের পিতা ৪১ বছর বয়স্ক শিচুঙ নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মাহুতি দিলেন। ঘটনাটি ঘটেছে আমদো প্রদেশের গাবা-তে। গায়ে আগুন লাগিয়ে শিচুঙ তাঁর বাড়ির বাইরে বেরিয়ে এসে রাস্তা ধরে দৌড়তে থাকেন এবং চীনা কর্তৃপক্ষের বিরুদ্ধে চেঁচিয়ে প্রতিবাদ জানাতে থাকেন। ঘটনার কয়েকদিন আগেই তিনি তাঁর বন্ধুদের বলেছিলেন, ‘চীনারা আমাদের কোনোদিনই শান্তিতে বাঁচতে দেবে না’। ২০০৯ সাল থেকে তিব্বতের স্বাধীনতার জন্য এপর্যন্ত ১২২ জন গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন, তার মধ্যে মারা গেছেন একশো জনের বেশি। তবু চীনের শাসকদের কোনো হেলদোল নেই। অথচ লাগাতার এধরনের ভয়ানক প্রতিবাদের ঘটনা যে কোনো মানুষকেই বিচলিত করে।

সূত্র : দ্য ইন্টারন্যাশনাল ক্যাম্পেন ফর টিবেট