- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

গড়িয়ায় শাহবাগ আন্দোলনের সমর্থনে সাংস্কৃতিক সভা

সংবাদমন্থন প্রতিবেদন, কলকাতা, ১৪ মার্চ#

আজ গড়িয়া স্টেশনের নিকট ৪৫নং বাসস্ট্যাণ্ডের কাছে ণ্ণলেখক শিল্পী ঐক্য মঞ্চ’ ও ণ্ণঅনুশা’র উদ্যোগে বাংলাদেশের শাহবাগ আন্দোলনের সমর্থনে একটি সাংস্কৃতিক সভা অনুষ্ঠিত হয়। ১৪ মার্চ নন্দীগ্রাম দিবসকে সামনে রেখে এপারবাংলার সমস্ত গণহত্যাকারী ঘাতকদের বিচারের দাবি ওঠে সভা থেকে। কবিতা পাঠ, গান, আবৃত্তি ও বক্তব্য ইত্যাদির মধ্যে দিয়ে মৌলবাদ বিরোধী মনোভাব প্রকাশ পায় ও মুক্তবুদ্ধির স্বপক্ষে জোর দেওয়া হয়। এই সভায় রূপান্তর, অনুশা, বাংলার মুখ, সত্যম, হান্ড্রেড মাইলস, শমীবৃক্ষ প্রভৃতি পত্রিকা ও সংস্থা যোগ দেয়। এছাড়াও গণসঙ্গীতশিল্পী রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, প্রলয় দেবনাথ, ছড়াকার ণ্ণরসিকবুড়ো’ মোহাম্মদ আলি মণ্ডল এবং অন্যান্য ব্যক্তিবর্গ তাদের নিজ নিজ উপস্থাপনার মাধ্যমে সভাকে সমৃদ্ধ করেন। আর ছিল শাহবাগের আন্দোলনের পোস্টার প্রদর্শনী। শাহবাগের সমর্থনে প্রচার বন্ধ করা এবং গণহত্যাকারী রাজাকারদের মুক্তির দাবিতে আগামী ২৬ মার্চ কলকাতার ময়দানে মৌলবাদীদের ডাকে যে সভার আয়োজন করা হয়েছে, সেই সভার বিরুদ্ধে একটি গণস্বাক্ষর অভিযান চালানো হয়।