- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

ক্যানিং বইমেলায় কুডানকুলাম নিয়ে আলোচনা

শম্ভুনাথ মণ্ডল, ক্যানিং, ১৪ নভেম্বর#

ক্যানিং রেলস্টেশনের পাশের ময়দানে ৯-১০-১১ নভেম্বর ২০১২ সুন্দরবন অনুভব পত্রিকার উদ্যোগে সুন্দরবন আবৃত্তি, লিটল ম্যাগাজিন এবং গানমেলা ২০১২ হয়ে গেল। অনুষ্ঠানে বিভিন্ন দিনে স্বামী বিবেকানন্দ, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র এবং সুন্দরবনের নদনদী এবং তার গতিপ্রকৃতি নিয়ে আলোচনা হয়। গল্প লেখা গান অঙ্কন প্রভৃতি বিষয়ে প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। রূপান্তর, সুচেতনা, রোদ্দুর, জনমুক্তিকামী, নক্ষত্র প্রভৃতি লিটল ম্যাগাজিন মেলায় অংশগ্রহণ করে। বিশেষভাবে উল্লেখযোগ্য কুডানকুলাম পরমাণু বিদ্যুৎ নিয়ে আলোচনা। রূপান্তর পত্রিকার দাবিতে অনির্ধারিতভাবে পরমাণু বিদ্যুতের ক্ষতিকর দিকগুলি নিয়ে আলোচনা উদ্যোক্তারা মেনে নিলে, তন্ময় চক্রবর্তী পরমাণু বিদ্যুতের ক্ষতিকর দিকগুলি নিয়ে আলোচনা করেন।