- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

ক্যানসার জয় করা মানুষদের মিছিল

সুকুমার হোড় রায়, কলকাতা, ১৯ জুন#

ক্যানসার জয় করা মানুষ ও তাদের পরিবার পরিজনদের মিছিলে শিশুরা।
ক্যানসার জয় করা মানুষ ও তাদের পরিবার পরিজনদের মিছিলে শিশুরা।

প্রতিবছর ভারতে লক্ষ লক্ষ মানুষ ক্যানসারে আক্রান্ত হচ্ছে। সারা বিশ্বে ক্যানসারে আক্রান্ত ১০ ভাগ মানুষ ভারতের বাসিন্দা। ভারতের ভারতে মহিলাদের ক্যানসারে আক্রান্ত হওয়ার হার পুরুষদের তুলনায় বেশী। নেতাজী সুভাষ চন্দ্র বোস ক্যানসার রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর ডাঃ আশীষ মুখার্জী জানান সচেতনতা বৃদ্ধি, জীবন শৈলীর পরিবর্তন ঘটালে, বিভিন্ন ধরণের ক্যানসার উপলক্ষের বিরুদ্ধে প্রতিরোধ ও নিরাময় লাভ করা যায়। ডাঃ মুখার্জী জানাচ্ছেন ক্যানসার ক্রমশ মৃত ব্যধিতে পরিণত হচ্ছে।  এখন পর্যন্ত আমাদের চিকিৎসাধীনে এক-তৃতীয়াংশ রোগীকে নিরাময় করে তুলতে সফল হয়েছি বলে দাবী করেন নেতাজী সুভাষ চন্দ্র বোস ক্যানসার রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর ডাঃ আশীষ মুখার্জী।

গত ২রা জুন ক্যানসার সারভাইভার দিবস উদ্‌যাপন উপলক্ষে ১৬-এ পার্ক লেন থেকে দীর্ঘ তিন কিলোমিটার পথ পরিক্রমা করে, কোলকাতা প্রেস ক্লাবে এসে পৌঁছায় একটি পদযাত্রায়। এই পদযাত্রায় ছোট ছোট ছেলে-মেয়েদের সাথে সাথে  ক্যানসারে আক্রান্ত রোগীর পরিবারের সদস্যরা, ক্যানসারে আক্রান্ত শিশুদের বাবা মায়েরাও অংশ নেয়। ব্লাড ক্যানসারে আক্রান্ত ও চিকিৎসাধীন রোগীরাও এই পদযাত্রায় অংশ নেয়। মাঝের ক’দিন বৃষ্টির পর প্রখর রোদ, অসহ্য গরমে জৈষ্ঠের দাবদাহকে উপেক্ষা করেই পদযাত্রায় অংশগ্রহণকারীর প্রেস ক্লাবে পৌঁছায়। কারও হাতে ছিল জ্বলন্ত মোমবাতি, কেউ কেউ নিরাময় লাভ করে অন্যান্যদের মতো সুস্থ স্বাভাবিক জীবনে ফেরার তাগিদে হাঁটছে। অন্যদের মতো কৃতী হবার, জীবনে প্রতিষ্ঠিত হবার স্বপ্ন দেখছে তারা। হাতে লেখা প্লাকার্ড নিয়ে দৃঢ় প্রত্যয় বুকে নিয়ে তারা হেঁটে চলেছে “আমরা করবো জয়”।