- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

কোচবিহার দিনহাটায় ভূমিকম্প বিষয়ে আলোচনা সভা

সংবাদমন্থন প্রতিবেদন, কোচবিহার, ১ জুন#

বক্তব্য রাখছেন সোহিনী রায়।
বক্তব্য রাখছেন সোহিনী রায়।

পঁচিশে এপ্রিল ২০১৫ নেপালের বিধ্বংসী ভূমিকম্পের পর উত্তরবঙ্গ জুড়ে ছড়িয়েছে আতঙ্ক। একমাত্র নিরুপায়, অসহায় হয়ে বেঘোরে প্রাণ বিসর্জন দেওয়া ছাড়া আমাদের যেন কিছুই করার নেই। এমন ভাবনায় আটকে গিয়ে অনেক মানুষই স্থায়ী অবসাদে মানসিক রোগী হয়ে যাচ্ছে।

ঠিক এই অবস্থায় কোচবিহারে সংবাদমন্থনের পাঠকবর্গ আয়োজন করেছে ভূমিকম্প বিষয়ক আলোচনা সভা। এই আলোচনা সভাগুলোতে ভূমিকম্পের বৈজ্ঞানিক ব্যাখ্যা নিয়ে উপস্থিত থেকেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভূতত্ত্বের গবেষক সোহিনী রায়। গত ২৯ মে কোচবিহার উচ্চবালিকা হাইস্কুলের ছাত্রী/শিক্ষিকাদের নিয়ে ভূমিকম্প সৃষ্টি ও বিস্তার নিয়ে দৃশ্য শ্রাব্য মাধ্যম ব্যবহার করে বিস্তারিত আলোচনা করেন তিনি। ৩০ মে কোচবিহার সদর গভর্নমেন্ট স্কুলে খুবই সফল এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৩১ মে রবিবার স্থানীয় রেডক্রশ ভবনে শতাধিক দর্শকের উপস্থিতিতে ভূত্বক গঠন ও তার চলনের সাথে ভূমিকম্পের সৃষ্টির সম্পর্ক ও আরো নানা প্রশ্ন নিয়ে মনোজ্ঞ আলোচনা হয়। ১ জুন সোমবার দিনহাটা যোগেশচন্দ্র হাইস্কুলে বেলা আড়াইটেয় এবং বামনহাট যুব সংঘের হলঘরে আলোচনা, ভিডিও প্রদর্শনী ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।