- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

কুদানকুলাম নিয়ে সুপ্রিম কোর্টের তোতাকাহিনী

শমীক সরকার, কলকাতা, ৯ মে#

অ্যান্টনি কেবিস্টন ফার্নান্ডোর ছবিতে, ৯ মে ইদিনথাকারাই-তে কুদানকুলামের পরমাণু শক্তি বিরোধী জনআন্দোলনের ঘরোয়া বৈঠক। এখানে ঠিক হয়েছে, সুপ্রিম কোর্টের এই অন্যায় রায়-এর বিরুদ্ধে ১৪ মে সমুদ্রের মৎস্যজীবীরা কন্যাকুমারী থেকে তুতিকোরিন পর্যন্ত মাছ ধরা বনধ্‌ পালন করবে। আর বেলা এগারোটায় স্থানীয় সমস্ত শহরে বিক্ষোভ হবে। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের রায়ের পরদিন ৭ মে গ্রেপ্তার করা হয়েছে তামিল রাজনৈতিক দল পাত্তালি মাক্কাল কাচি (পিএমকে) -র প্রতিষ্ঠাতা এস রামাদোস-কে, ২০১২ সালের সেপ্টেম্বরে ১৪৪ ধারা ভেঙে কুদানকুলাম বিরোধী সমাবেশ করার দায়ে রুজু করা একটি পুরনো কেস-এ।
অ্যান্টনি কেবিস্টন ফার্নান্ডোর ছবিতে, ৯ মে ইদিনথাকারাই-তে কুদানকুলামের পরমাণু শক্তি বিরোধী জনআন্দোলনের ঘরোয়া বৈঠক। এখানে ঠিক হয়েছে, সুপ্রিম কোর্টের এই অন্যায় রায়-এর বিরুদ্ধে ১৪ মে সমুদ্রের মৎস্যজীবীরা কন্যাকুমারী থেকে তুতিকোরিন পর্যন্ত মাছ ধরা বনধ্‌ পালন করবে। আর বেলা এগারোটায় স্থানীয় সমস্ত শহরে বিক্ষোভ হবে। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের রায়ের পরদিন ৭ মে গ্রেপ্তার করা হয়েছে তামিল রাজনৈতিক দল পাত্তালি মাক্কাল কাচি (পিএমকে) -র প্রতিষ্ঠাতা এস রামাদোস-কে, ২০১২ সালের সেপ্টেম্বরে ১৪৪ ধারা ভেঙে কুদানকুলাম বিরোধী সমাবেশ করার দায়ে রুজু করা একটি পুরনো কেস-এ।

একদিকে সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ (বিচারপতি লোধা এবং অন্যান্যদের) জাতীয় তদন্ত সংস্থা সিবিআই-কে উপদেশ দিয়েছে, কেন্দ্রীয় সরকারের পোষা তোতা হয়ে না থাকতে এবং শিকল কেটে উড়তে। অন্যদিকে একই সময়ে সুপ্রিম কোর্টের আরেকটি বেঞ্চ (বিচারপতি রাধাকৃষ্ণণ এবং বিচারপতি দীপক মিশ্র-র বেঞ্চ) কেন্দ্রীয় সরকার এবং পরমাণু প্রতিষ্ঠানগুলি — যথা এইআরবি, এইসি, আইএইএ, এনপিসিআইএল প্রভৃতি — এদের বাঁধা বুলিই কুদানকুলাম নিয়ে ৬ মে দেওয়া রায়ে পাতার পর পাতা লিখে গেছে। কুদানকুলাম প্রকল্পের কমিশনিং স্থগিত করার আর্জি জানিয়ে চেন্নাই-এর একটি পরিবেশ সংগঠনের করা পিটিশন খারিজ করে দিয়েছে ওই বেঞ্চ। পরমাণু বিদ্যুতের ওপর যাদের অস্তিত্ব নির্ভরশীল, সেইসব প্রতিষ্ঠানের অন্যায় দাবিগুলির পক্ষে সওয়ালের কিছু নমুনা নিচে দেওয়া হলো :