- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

কুডানকুলামে অনশন চলছে, ভোটার কার্ড ফেরত দিচ্ছে গ্রামবাসীরা

১ মে থেকে কুডানকুলামের পরমাণু বিরোধী আন্দোলনের পীঠস্থান ইদিনথাকারাই গ্রামে পঁচিশ জনের অনির্দিষ্টকালীন অনশন চলছিল। ৪ মে এতে আরও ৩০২ জন মহিলা ও ১০ জন পুরুষ যোগ দেয়। আজ বারো দিন ধরে ওই ৩৩৭ জনের অনশন চলছে। পরমাণু বিরোধী কর্মীরা গোটা কুডানকুলাম জুড়ে (৬০টি গ্রামে) মানুষের সই সংগ্রহ করছে, পরমাণু প্রকল্পের বিরুদ্ধে। আন্দোলনের নেতা উদয়কুমার জানিয়েছেন, আদালতে যখন স্থানীয় মানুষের প্রকল্প বিরোধিতার কথা উল্লেখ করা হবে, তখন এই সই কাজে লাগবে। হাজার হাজার মানুষ সই দিচ্ছে।
শান্তিপূর্ণ এই আন্দোলন আসলে এক যুদ্ধের আওয়াজ দিচ্ছে ভারত রাষ্ট্রের বিরুদ্ধে। যে রাষ্ট্র শান্তিপূর্ণ বিরোধিতাকে আমল দেয় না, মানুষের নিরাপত্তার কথা ভাবে না, তার দেওয়া ভোটার আইডেনটিটি কার্ড ফেরত দিয়ে দিতে চলেছে কুডানকুলামবাসী। হাজার হাজার গ্রামবাসী আন্দোলনকারীদের কাছে ভোটার কার্ড জমা দিচ্ছে, তহশিলদারের কাছে ফেরত দিয়ে দেওয়ার জন্য।
১৪ মে চেন্নাই-এ গিয়ে দিল্লি হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি এ পি শা বলেছেন, কুদানকুলামের শান্তিপূর্ণ প্রতিবাদীদের ওপর রাষ্ট্রীয় দমনপীড়নের কথা জাতীয় মানবাধিকার কমিশনকে জানাবেন।

সংবাদমন্থন প্রতিবেদন, কলকাতা, ১৫ মে