- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

‘কাজের জেদ থাকা দরকার, কিন্তু তা যেন অহংকার না হয়ে দাঁড়ায়’

জিতেন নন্দী, মহেশতলা রবীন্দ্রনগর, ২৫ সেপ্টেম্বর#

আজ দক্ষিণ ২৪ পরগনা গ্রামীণ পত্রপত্রিকা সমিতির বার্ষিক সম্মেলন হল সাধুরহাট অঞ্চলের আশুরালী গ্রামে। সমিতি এবার ষোলো বছরে পা দিল। এই সভায় উপস্থিতির হার কম থাকায় বক্তারা প্রায় সকলেই এই জেলার পত্রপত্রিকা চর্চা ও সমিতির কর্মকাণ্ড নিয়ে কিছুটা আত্মসমীক্ষা করেন। যে পয়েন্টগুলি উঠে আসে :

সম্মেলনের প্রতিবেদন পাঠ করেন সম্পাদক অমৃতলাল পারুই। বক্তাদের মধ্যে ছিলেন ঠাকুরপুকুর-বেহালা অঞ্চলের সুকুমার মণ্ডল, মাথুরের অনন্ত ভট্টাচার্য, মেটিয়াবুরুজ-মহেশতলার জিতেন নন্দী, বিদ্যানগর জেলা গ্রন্থাগারের নিশিকান্ত মণ্ডল, মথুরাপুর-রায়দীঘি অঞ্চলের দেবীশংকর মিদ্যা, ফলতার সুমিত মোদক। শেষে প্রমোদ পুরকাইত, প্রাক্তন সভাপতি ফণীভূষণ হালদার এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে এই পরিস্থিতি থেকে পরিত্রাণের কিছু কথা উঠে আসে। প্রবীণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় লিট্‌ল ম্যাগাজিন পরিসরের কর্মীদের আজকের সংকীর্ণ মনোভাবকে সুন্দরভাবে ব্যক্ত করেন এইভাবে — ‘আমগাছ থেকে বৃন্তচ্যুত হয়ে মাটিতে পড়ে পাকা আম মনে করছে, আমি একটা কী! তার মনে রাখা দরকার কোন বৃক্ষ থেকে সে রস সংগ্রহ করেছে। … কাজের জেদ থাকা দরকার, কিন্তু তা যেন অহংকার না হয়ে দাঁড়ায়।’