- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

কলকাতার সব বস্তি তুলে ফ্ল্যাট, জমির বাণিজ্যিক ব্যবহার চায় পুরসভা

সংবাদমন্থন প্রতিবেদন, কলকাতা, ১১ জুলাই#

কলকাতা শহরকে বস্তিমুক্ত করার এক মেগা প্রকল্প হাতে নিতে চলেছে কলকাতা পুরসভা। এই প্রকল্পে কলকাতার সব বস্তি তুলে দিয়ে সেখানে ফ্ল্যাট করা হবে। যে জায়গায় বস্তি রয়েছে, তার চল্লিশ শতাংশে হবে বস্তিবাসীদের জন্য ফ্ল্যাট। বাকি কুড়ি শতাংশে ফ্ল্যাটের আবাসিকদের জন্য পার্ক বা আমোদ প্রমোদের জায়গা বানানো হবে। আর বাকি চল্লিশ শতাংশ বাণিজ্যিক কাজে লাগাবে পুরসভা। শহর কলকাতায় নথিভুক্ত ১৫৭৬টি বস্তি রয়েছে। সেখানে এক হাজার একরের বেশি জমি রয়েছে, জানিয়েছেন বস্তি বিভাগের মেয়র পারিষদ অতীন ঘোষ।