- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

কলকাতার অদূরে বাচ্চাদের হিন্দি শেখানোর জন্য ফ্রি আবাসিক স্কুল

তারাপদ নস্কর। বানতলা। ১৬ জুলাই, ২০২০। #

এখানেই চলছে বাচ্চাদের হিন্দি শেখানোর স্কুল তৈরির কাজ

কলকাতার দশ কিমি.র মধ্যে বানতলার কাছে খেয়াদহ। আদিবাসী এবং নস্কর মৎস্যজীবীদের সামান্য কিছু বসতি ছাড়া গোটা এলাকায় ফাঁকা পতিত জমি প্রচুর। সেখানেই বেশ বড়োসড়ো কর্মতৎপরতা চলছে ‘পশ্চিমবঙ্গ রাষ্ট্রভাষা প্রচার সমিতি, কলকাতা’ -র তরফে। অন্ততঃ পঁচিশজন মিস্ত্রি উদয়াস্ত পরিশ্রম করে নির্মাণ করছে প্রাথমিক স্কুল, হোস্টেল, এবং গ্রামীণ গ্রন্থাগার। ফ্লেক্স লাগানো আছে। আজ সকালবেলা এই কর্মযজ্ঞে চব্বিশ ঘন্টা নিয়োজিত স্থানীয় তরুন বিশ্বজিৎ নস্করের সঙ্গে কথা বলে জানা গেল, এখানে বাচ্চাদের হিন্দি শেখানোর জন্য ফ্রি আবাসিক স্কুল হচ্ছে। কিন্তু হিন্দি কেন শিখবে এখানকার ছেলেমেয়েরা, যারা ষোল আনা বাঙালি? এই প্রশ্নের উত্তরে একটু রূঢ় উত্তর এল — কেন শিখলে কী দোষ হবে?
খেয়াদহ পোস্ট অফিস হাসপাতাল থেকে সোনারপুরের দিকে যাবার রাস্তায় একটুখানি যেতেই চোখে পড়বে হিন্দিতে লেখা ফলক — ‘সত্য সাধনা কেন্দ্র’। এই আশ্রমের পাশেই হচ্ছে এই কর্মযজ্ঞ।

ছবি প্রতিবেদকের তোলা