- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

কবিতা এবং কবিতা-র ৪৩তম সংখ্যা প্রকাশ

২০ মার্চ, রীণা কবিরাজ, দুবরাজপুর#
বীরভূম জেলার দুবরাজপুর থেকে নিয়মিত প্রকাশিত হয় ‘কবিতা এবং কবিতা’ পত্রিকা। সম্পাদক ফজলুল হক এবং কার্যনির্বাহী সম্পাদক ফাল্গুনী দে। গত ৩ ফেব্রুয়ারি কলকাতার বাংলা একাডেমিতে এই পত্রিকার ৪৩তম সংখ্যা প্রকাশ করেন সাহিত্যিক মহাশ্বেতা দেবী, সংগীতশিল্পী কল্যাণী কাজী এবং গল্পকার নলিনী বেরা। এঁরা প্রত্যেকেই মনোজ্ঞ বক্তৃতা করেন। এই সভায় ফজলুল হকের ‘রচনা সংগ্রহ’, ফাল্গুনী দে-র কাব্যগ্রন্থ ‘তোর লাগি আমার ভীমরতি’ এবং রুবাই শবনমের উপন্যাস ‘আর্মি’ প্রকাশিত হয়। সভার সূচনা হয় নূপুর কাজীর স্বদেশি গান দিয়ে। এছাড়া ছিল বহু কবির কবিতাপাঠ। সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করেন অরুণাভ ঘোষ এবং অদিতি গাঙ্গুলি।