- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

কটকে পাকিস্তানের মহিলা ক্রিকেট দলের খেলায় বাধা দেওয়ার প্রতিবাদ

দেবরঞ্জন, ভুবনেশ্বর, ২৪ জানুয়ারির প্রেস বিজ্ঞপ্তি থেকে#

২৭ জানুয়ারি কটকে হতে চলা মহিলা ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দলের ম্যাচ ভণ্ডুল করে দেওয়ার পরিকল্পনা করেছে এবিভিপি, বজরং দল, উৎকল ভারতী, কলিঙ্গ সেনা প্রভৃতি সংগঠন। ওড়িশার বিভিন্ন সংগ্রামী ব্যক্তি ও সংগঠন এই প্রয়াসের বিরোধিতা করছে এবং এই হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক শক্তিগুলির দেশপ্রেমের নামে সাম্প্রদায়িক প্রচেষ্টাকে নিন্দা করছে। ভারত পাকিস্তান সীমান্তে ৮ এবং ১০ জানুয়ারি যে হিংসা সংগঠিত হয়েছে, তা নিন্দাজনক। কিন্তু পাকিস্তানি সেনাবাহিনীর একটি অপরাধের জন্য সমগ্র পাকিস্তানি জনতাকে দোষী করা ঠিক নয়।
ভুবনেশ্বর থেকে ওড়িশার সংগ্রামী সংগঠনগুলি প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, ওই বজরং দল প্রভৃতি সংগঠনগুলি ২০০৮ সালে ওড়িশার কন্ধমহলে খ্রিস্টান বিরোধী সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠিত করেছিল। সেক্ষেত্রেও তারা লক্ষ্মণানন্দের মৃত্যুর জন্য দায়ী করেছিল ওড়িশার সমস্ত খ্রিস্টান জনগোষ্ঠীকে। ওই একই সংগঠনগুলি সারা ভারত জুড়েই একই রকম প্রতিশোধের রাজনীতি করছে আজ বেশ কয়েক বছর ধরে। গোধরার মর্মান্তিক ঘটনার প্রতিহিংসা স্বরূপ গুজরাটের ২০০২ সালের ভয়াবহ মুসলিম বিরোধী দাঙ্গাও সংগঠিত করেছিল এরাই। কোনো একটি ঘটনার কথা তুলে সমগ্র কৌম-কে দোষ দেওয়ার এই অভ্যাসকে প্রশ্ন করেছে এই প্রেস বিজ্ঞপ্তি।