- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

ওড়িশায় পস্কো প্রকল্পের গ্রামগুলিতে ঘুরল জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিদল

সত্যব্রত পালের নেতৃত্বে ছয় সদস্যের জাতীয় মানবাধিকার কমিশনের একটি দল ঘুরে দেখল ওড়িশার জগৎসিংহপুরের এরাসামা ব্লকের গড়কুজঙ্গ, ধিনকিয়া, গোবিন্দপুর প্রভৃতি গ্রাম, যেখান কর্পোরেট পস্কোর ইস্পাত প্রকল্প হওয়ার কথা।
এই দলের সাথে দেখা করে তাদের হাতে নিজেদের সমস্ত অভিযোগ তুলে ধরে পস্কো প্রতিরোধ সংগ্রাম সমিতি। শত শত গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ, আহতদের যথাযথ চিকিৎসার বন্দোবস্ত না করা, গাঁয়ের বাইরে গেলেই গ্রেফতারি — এসব মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তুলে ধরেন আন্দোলনের নেতা অভয় সাহু। ‘পস্কোর ভাড়া করা গুণ্ডা’দের হাতে নিহত তপন মণ্ডলের স্ত্রী সবিতা বলেন, তাঁর স্বামীর হত্যাকারীদের এখনও ধরা হয়নি।
ধিনকিয়ার যে আড়াইশো জন গ্রামবাসী পস্কোর পক্ষে ওকালতি করায় গ্রামছাড়া হয়ে ২০০৭ সাল থেকে বাদাগাবাপুরে কোম্পানির টাকায় বানানো অস্থায়ী ক্যাম্পে আছে, তারাও এই প্রতিনিধিদলের সাথে দেখা করে তাদের বক্তব্য জানায়।

সংবাদমন্থন প্রতিবেদন, ১২ এপ্রিল`