- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

ওষুধের দুর্নীতি নিয়ে সভা

ওষুধের যুক্তিপূর্ণ ব্যবহার ও সাম্প্রতিক ওষুধ-দুর্নীতি নিয়ে একটি আলোচনা হল ২৩ জুন কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের ওষুধ-বিজ্ঞান বিভাগে। হেলথ সার্ভিস এ্যাসোসিয়েশন ও বিভিন্ন বন্ধু সংগঠন এই অনুষ্ঠানের আয়োজক। অনুষ্ঠানে ক্লিনিকাল ট্রায়াল নিয়ে বললেন অধ্যাপক তাপস ভট্টাচার্য।
তিনি জানালেন, ভারতে এখন সরাসরি বিদেশি কোম্পানিগুলি তাদের ওষুধের ট্রায়াল দিচ্ছে, কারণ এখানে ক্লিনিকাল ট্রায়াল চালাবার উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত ইংরাজি জানা ছাত্র-ছাত্রী পাওয়া যাচ্ছে না। ভারতের বিভিন্ন হাসপাতালগুলিতে প্রকৃত খুঁটিনাটি না জেনেই কোম্পানিগুলিকে ওষুধের ট্রায়াল করার অনুমতি দেওয়া হচ্ছে। এর ফলে ট্রায়াল দিতে গিয়ে অনেকে মারা যাচ্ছে।

শ্রীমান চক্রবর্তী, কলকাতা, ৩০ জুন