- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

একটি সুবিচার

সম্প্রতি একটি অসরকারি সংগঠনের পিটিশনের পরিপ্রেক্ষিএ সুপ্রিম কোর্ট ঘোষণা করেছে, এবার থেকে সরকারি বিজ্ঞাপনে কোনো ব্যক্তির ছবি ব্যবহার করা যাবে না। ব্যতিক্রমী ক্ষেত্রে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ছবি ব্যবহার করা যাবে, কিন্তু তা-ও ওই ব্যক্তিদের লিখিতভাবে অনুমতি দিতে হবে, তবে।
২০১২ সালে আমরা সংবাদমন্থন পত্রিকার জন্য সরকারি বিজ্ঞাপন নিতে গিয়ে দেখেছিলাম, একটি বিজ্ঞাপনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢাউস ছবি। সেই ছবি মুছে হাফ পেজ বিজ্ঞাপনটি (‘জল ধরো, জল ভরো’ প্রকল্পের বিজ্ঞাপন) আমরা ছেপে দিই, এবং রাজ্য সরকারকে আবেদন জানাই, ভবিষ্যতে সরকারি বিজ্ঞাপনে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি ব্যবহার না করার জন্য।
শুনেছিলাম, এর প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ হয়েছিল তথ্য ও সংস্কৃতি দপ্তর। আমরাও আর কখনো সরকারি বিজ্ঞাপন চাওয়ার রাস্তায় যাইনি। তবে বড়ো পত্রিকায় সরকারি বিজ্ঞাপনে নেতা মন্ত্রীদের ছবি ব্যবহার উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে, দেখেছি।
আমরা সুপ্রিম কোর্টের এই ঘোষণাকে স্বাগত জানাচ্ছি।