- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

উড়িষ্যার দক্ষিণাঞ্চলের গ্রামের যুদ্ধ-এলাকার ছায়াছবি

 

কলকাতায় প্রদর্শনী
@ দিন- ২৩ ফেব্রুয়ারি ২০১৩, সময়- বিকেল চারটে, স্থান- ২৩ নির্মল চন্দ্র স্ট্রীট, কলকাতা- ১২, নির্মল-প্রতাপ সভাকক্ষ

আমাদের দেশে নেহরুর আমলে ‘জাতীয় বিকাশ’-এর নামে সাধারণ মানুষ — মূলত আদিবাসী ও দলিতেরা — তাদের মাটি, জঙ্গল এবং নদী-জলাশয়গুলি হারিয়েছিল। সেই বিকাশ কিন্তু কখনোই তাদের নাগালে পৌঁছায়নি। তারা কেবল ন্যূনতম স্বাস্থ্য ও শিক্ষার অধিকার থেকেই বঞ্চিত হয়নি, জলাধার ও বাঁধের দ্বারা বেষ্টিত হয়ে নিরাপদ পানীয় জলের সুযোগটুকুও হারিয়েছিল। এই রাষ্ট্রীয় অন্যায় চলতে থাকল। ‘উদার অর্থনীতি’র যুগে যখন এই মানুষেরা মাইনিং ও শিল্পায়নের জন্য জমি হাতিয়ে নেওয়ার কর্পোরেট আগ্রাসনের প্রতিরোধ করল, তারা ‘জাতীয়তা বিরোধী’, ‘উন্নয়ন বিরোধী’ এবং ‘মাওবাদী/নকশাল’ নামে চিহ্নিত হল। এই চিহ্নিতকরণ তাদের নির্বিচারে হত্যা করার লাইসেন্স হিসেবে কাজে লাগল। এই দুর্ভাগা মানুষের সঙ্গে নয়া-উদারনৈতিক উন্নয়নের ছকের এক নির্মম যুদ্ধের সাক্ষী হয়ে রইল উড়িষ্যার দক্ষিণাঞ্চল। সাম্প্রতিক অতীতে এর ফলে ওই অঞ্চলে সিপিআই (মাওবাদী) দলের ভিত্তি কিছুটা মজবুত হয়েছে। এই যুদ্ধ-এলাকায় স্থানীয় মানুষ, বিশেষত আদিবাসী ও দলিতদের বিপজ্জনক অবস্থা, টানাপোড়েন এবং বিভ্রান্তির চিত্রকে সন্ধান করা হয়েছে ‘অ্যাট দি ক্রসরোড্‌স’ ছায়াছবিতে।