- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

ইয়েমেনের শরণার্থী শিবিরে বোমারু বিমান হামলা সৌদি আরবের, মৃত চল্লিশ

কুশল বসু, কলকাতা, ৩১ মার্চ#

শরণার্থী শিবিরটির ছবি।
আল মাজরাক শরণার্থী শিবিরটির ছবি।

ইয়েমেনের একটি শরণার্থী শিবিরে এবার বোমারু বিমান হানা চালালো সৌদি আরব নেতৃত্বাধীন মিত্র বাহিনী। হাজা প্রদেশে আল-মাজরাক নামে এই শরণার্থী শিবিরে ৩০ মার্চ বিমান হানায় অন্তত ৪০ জন মারা গেছে এবং দুই শতাধিক লোক আহত হয়েছে। আহতদের মধ্যে পঁচিশ জনের অবস্থা আশঙ্কাজনক। এই শরণার্থী শিবিরে প্রায় পাঁচ হাজার মানুষের বাস। ২০০১ সালে রাজধানী সানা থেকে বাস্তুচ্যুত হওয়া মানুষদের জন্য এই শিবিরটি তৈরি করেছিল রাষ্ট্রপুঞ্জ। প্রভাবশালী সংগঠন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন এই খবর জানিয়েছে। এদের অফিসের আধ কিলোমিটারের মধ্যে শরণার্থী শিবিরটি অবস্থিত। এই শরণার্থী শিবিরের কাছেই রয়েছে বিদ্রোহী হাউথি সশস্ত্র বাহিনীর একটি ক্যাম্প।
হাউথি সশস্ত্র বিদ্রোহীদের হাত থেকে ইয়েমেনের রাজধানী সানা মুক্ত করার জন্য কয়েকদিন আগেই বিমানহানা শুরু করেছে সৌদি আরব ও সহযোগী দেশগুলো। ২০১১ সালে আরব বসন্তের সময় তৎকালীন ইয়েমেনি প্রেসিডেন্ট সালের বিরুদ্ধে যে জনবিদ্রোহ হয়েছিল ইয়েমেন-এ, তাতে হাউথি-রা অংশ নিয়েছিল। এরপর ইয়েমেন-এ রাজনৈতিক অস্থিরতা চলতে থাকলে উত্তর পশ্চিম ইয়েমেনের বিস্তীর্ণ অঞ্চল দখল করে নেয় হাউথিদের সশস্ত্র বাহিনী। রাজধানী সানা-ও তাদের কব্জায় চলে যায়। ইয়েমেনের অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপ্রধান গৃহবন্দী হন। কিন্তু এবছর মার্চ মাসে রাষ্ট্রপ্রধান হাদি পালাতে সক্ষম হবার পর সানা মুক্ত করার অছিলায় ইয়েমেনের আভ্যন্তরীন বিষয়ে সামরিক হস্তক্ষেপ করতে নামে সৌদি আরব।
ইয়েমেন দেশটি দক্ষিণ দিকটিতেও বিভিন্ন জঙ্গী গোষ্ঠী সক্রিয়।