- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

আড়াই বছর ধরে জেলে থাকা ১৪৭ জন মারুতি শ্রমিকের মধ্যে ২ জনের জামিন সুপ্রিম কোর্টে

মারুতি সুজুকি ওয়ার্কার্স ইউনিয়নের প্রেস বিজ্ঞপ্তি, ২৩ ফেব্রুয়ারি#
আজ ২৩ ফেব্রুয়ারি মারুতি সুজুকি মানেসর প্ল্যান্টের দুইজন শ্রমিকের জামিন হয়েছে সুপ্রিম কোর্ট থেকে। ২০১২ সালের ১৮ জুলাই গণ্ডগোলের পর প্রায় তিনবছর ধরে মারুতি কারখানার যে ১৪৭ জন শ্রমিক জেলবন্দী, এরা তাদের মধ্যে দু-জন, নাম সুনীল এবং কম্বরজিত। প্রায় আড়াই বছর ধরে জেলবন্দী শ্রমিকরা বারবার জামিনের আবেদন করলেও তাতে সাড়া দেয়নি গুড়গাঁও কোর্ট, পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট, এবং সুপ্রিম কোর্ট। এই প্রথম এদের মধ্যে কারোর জামিন মঞ্জুর হলো। শ্রমিকদের তরফে লড়ছেন যে উকিল তার নাম রেবেকা জৈন।
গত প্রায় তিনবছর ধরে আমরা জেলবন্দী সঙ্গীসাথীদের মুক্তির জন্য লড়াই চালিয়ে এসেছি। এই লড়াই-এ মারুতির চারটি প্ল্যান্ট সহ গুড়গাঁও শিল্পাঞ্চলের অন্যান্য শ্রমিকরা, দেশের বিভিন্ন রাজ্যের শ্রমিক সংগঠন, প্রগতিশীল ব্যক্তি এবং সংগঠন সহযোগিতা করেছে ধারাবাহিকভাবে। আমরা এই অবসরে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তবে এখনো ১৪৫ জন শ্রমিক সাথি জেলবন্দী। তাদের মুক্তি না হওয়া পর্যন্ত আমাদের লড়াই জারি থাকবে। আগের লড়াই যেমন কঠিন ছিল, সামনের লড়াই-ও তেমনি কঠিন। আমাদের আশা, আগামী দিনেও প্রগতিশীলরা এবং শ্রমিকরা আমাদের পাশে থাকবেন।
ধন্যবাদান্তে,
মারুতি সুজুকি ওয়ার্কার্স ইউনিয়ন