- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

আরও আটজন ফুকুশিমা-শিশুর থাইরয়েড ক্যানসার ধরা পড়ল

নজরে ফুকুশিমা ১-১৬ ফেব্রুয়ারি ২০১৪

থাইরয়েড স্ক্রিনিং-এর সামনে জাপানি শিশু
থাইরয়েড স্ক্রিনিং-এর সামনে জাপানি শিশু

আরও আটজন ফুকুশিমা-শিশুর থাইরয়েড ক্যানসার পাকাপাকিভাবে ধরা পড়েছে। এর ফলে নিশ্চিত ও সন্ধিহান থাইরয়েড ক্যানসারে আক্রান্ত অল্পবয়স্ক মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫।
এবং প্রশাসন যথারীতি এর সঙ্গে ফুকুশিমা বিপর্যয়ের সম্পর্ক অস্বীকার করেই চলেছে। ফুকুশিমা প্ল্যান্টের ২ নং ইউনিটের কাছে জলে অতি উচ্চমাত্রায় তেজস্ক্রিয় সিজিয়াম-১৩৭ দূষণ ধরা পড়েছে। সমুদ্রে যে তেজস্ক্রিয় জল পড়ছে, তার তেজস্ক্রিয়তার মাত্রা নিরাপদ সীমার ৬০০ গুণ। টেপকোর প্রকাশিত বয়ানে যে স্ট্রনশিয়াম-৯০ দূষণ পাওয়া গিয়েছিল, তা সংশোধন করে বলা হয়েছে, বর্তমান মাত্রা আগের চেয়ে পাঁচগুণ বেশি। এর ফলে এই দূষণের মাত্রা দাঁড়ালো নিয়ন্ত্রিত মানের প্রায় এক হাজার গুণ বেশি।

বিপর্যয়ের বাইরে থাকা ফুকুশিমার পাঁচ ও ছয় নং চুল্লি ডিকমিশন (বন্ধ) করে দেবে বলে জানিয়েছে টেপকো।