- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

আমি কেবল আমার চেনা সাংবাদিকদের সঙ্গেই কথা বলি, বললেন কুডানকুলাম প্ল্যান্টের স্টেশন ডিরেক্টর

নিত্যানন্দ জয়ারামন-এর ফেসবুক স্ট্যাটাস আপডেট থেকে, ১৪ মে#

ফাইল ফটো ২০১৩ সালে জিতেন নন্দীর তোলা
ফাইল ফটো ২০১৩ সালে জিতেন নন্দীর তোলা

১৪ মে কুডানকুলাম পরমাণু প্রকল্পের স্টেশন ডিরেক্টর আর এস সুন্দরের সঙ্গে মোবাইল ফোনে (৯৪৪৩৩৫০৭০৬) বাক্যালাপ, বিকেল ৩টে ৪০ মিনিটে :
নিত্যানন্দ জয়ারামন : হেলো স্যার, আমি নিত্যানন্দ। আমি একজন ফ্রিল্যান্স সাংবাদিক। আমি ফোন করছি এটা জানার জন্য যে নাগেরকয়েলের কৃষ্ণ কুমার হাসপাতালে যে শ্রমিকরা ভর্তি হয়েছে তারা কি আপনাদের প্ল্যান্টের কর্মী?
সুন্দর : আপনি কে? প্রথমে বলুন আপনি কে?
নিত্যানন্দ : আমার নাম নিত্যানন্দ জয়ারামন। আমি চেন্নাই-এর একজন ফ্রিল্যান্স জার্নালিস্ট, এখন কুন্নুর থেকে কথা বলছি।
সুন্দর : আমি ফ্রিল্যান্স জার্নালিস্টদের সঙ্গে কথা বলি না। আমি সাধারণ সাংবাদিকদের সঙ্গে কথা বলি।
নিত্যানন্দ : স্যার, আমি সাধারণ সাংবাদিক। খুব গুজব ছড়িয়েছে চারিদিকে। আমি শুধু নিশ্চিত হতে চাইছি যে কুডানকুলামে কোনো ঘটনা ঘটেছে কি না।
সুন্দর : আপনার নামটা কি বললেন যেন?
নিত্যানন্দ : নিত্যানন্দ জয়ারামন।
সুন্দর : আমি আপনাকে চিনি না। কিসে লেখেন আপনি?
নিত্যানন্দ : আমি ফ্রিল্যান্সার স্যার। আমি লিখেছি ইয়াহু-তে, হিন্দু-তে, তেহেলকা-তে, আমি কুডানকুলামের ওপর অনেক লেখা লিখেছি।
সুন্দর : আমি কেবল আমার চেনা সাংবাদিকদের সঙ্গেই কথা বলি।
নিত্যানন্দ : নিশ্চয়ই আপনি সমস্ত সাংবাদিককে চেনেন না। আমি তাহলে কিভাবে খবরটা সম্পর্কে নিশ্চিন্ত হব?
সুন্দর : আপনি অন্য কারোর সঙ্গে কথা বলুন। আপনি কর্পোরেট কমিউনিকেশন্স-এর সঙ্গে কথা বলুন।
নিত্যানন্দ : আপনি মনে হচ্ছে মিডিয়ার ওপর খুব রেগে আছেন। কোনো সমস্যা হয়েছে কি?
সুন্দর : কোনো সমস্যা হয়নি। কিচ্ছু হয়নি। আমি আপনাকে চিনি না। এটুকুই।
নিত্যানন্দ : আপনি তো আন্তর্জাতিক মিডিয়ারও অনেককে চেনেন না। আপনি কিভাবে তাদের সঙ্গে কথা বলেন?
সুন্দর : আমি আন্তর্জাতিক মিডিয়ার সঙ্গে কথা বলি না। আমি আপনার সঙ্গেও কথা বলব না।
নিত্যানন্দ : আমি আন্তর্জাতিক মিডিয়ার কেউ নই। আমি চেন্নাই-এর একজন ফ্রিল্যান্সার। আমি কেবল জানতে চাইছি, আজ কুডানকুলামে কোনো ঘটনা ঘটেছে কি না।
সুন্দর : আপনি ল্যান্ড লাইনে এসে কথা বলুন।
নিত্যানন্দ : ল্যান্ডলাইনের নম্বরটা দেবেন স্যার?
সুন্দর : আপনি কর্পোরেট কমিউনিকেশনস্‌ এর সঙ্গে কথা বলুন।
নিত্যানন্দ : আপনি কি তাদের নম্বরটা দেবেন স্যার?
সুন্দর : না, আমার কাছে নেই। আপনি ল্যান্ড লাইনে কথা বলুন।
নিত্যানন্দ : আপনি ওদের নাম্বারটা বলুন স্যার।
[সুন্দর কোনো সহকারীকে লাইনটা দিয়ে দিলেন]
সহকারী : লিখে নিন স্যার। ২৫৯৭১৮
নিত্যানন্দ : এরিয়া কোড কত?
সহকারী : ০৪৬৩৭
নিত্যানন্দ : কার সঙ্গে কথা বলব এই নাম্বারে?
সহকারী : আপনি কেবল এই নাম্বারে কথা বলুন।
নিত্যানন্দ : কাকে চাইব?
সহকারী : যে ফোনটা তুলবে তার সঙ্গেই কথা বলবেন। [ফোন নামিয়ে রাখলেন]

ল্যান্ড লাইনে ফোন করার পর কী হল? যে ফোন ধরল, সে কাটা কাটা স্বরে বলে চলল, ‘সমস্ত আহতরা সজ্ঞানে আছে।’ সুন্দর এনডিটিভি-কে বলেছেন, এটা খুব সামান্য একটা ঘটনা। তাহলে এত চোরাগোপ্তা ব্যাপার চালানো হলো কেন আমার সাথে? যদি প্ল্যান্টটির দুর্ঘটনা মোকাবিলার সমস্ত ব্যবস্থাই থাকে, তাহলে একটা ‘ছোট্ট ঘটনা’র জেরে আহতদের একঘন্টার ওপরে গাড়ি চালিয়ে নাগেরকয়েলে নিয়ে এসে চিকিৎসা করা হচ্ছে কেন?
এনপিসিআইএল-এর কোনও বিপর্যয় মোকাবিলার বন্দোবস্তই নেই। আর কর্পোরেট কমিউনিকেশনস তা সবথেকে বড়ো বিপর্যয়।