- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

আফগানিস্তানে কয়লা খনিতে ধস, মৃত খনি শ্রমিকরা

কুশল বসু, কলকাতা, ১৫ সেপ্টেম্বর#

ছবিসূত্র আল জাজিরা।
ছবিসূত্র আল জাজিরা।

আফগানিস্তানের সামানগান প্রদেশে রুই দিউ আব জেলায় একটি কয়লা খনির দেয়াল ধসে পড়ে ২৪ জন খনি শ্রমিক মারা গেছে। ২০০১ সাল থেকে মার্কিন আগ্রাসনের মধ্যে থাকা আফগানিস্তানের মাটির নিচে লুকিয়ে থাকা খনিজ ভাণ্ডারের হদিশ পেয়েছিল আমেরিকা ২০০৬ সালে। যে পরিমাণ খনিজ সম্পদ রয়েছে সেখানে, তা এক ট্রিলিয়ন ডলারের মতো বলে জানিয়েছিল তারা। এই খনিজ সম্পদের মধ্যে রয়েছে লোহা এবং কয়লা। কিন্তু বিস্তীর্ণ সেই খনিজের বেশির ভাগটাই এখনও মাটির নিচে রয়ে গেছে। আফগানিস্তানের বেশিরভাগ জায়গাতেই তালিবান এবং মার্কিন ফৌজের মধ্যে যুদ্ধ চলছে, খনন চালানো অসম্ভব। সামানগান প্রদেশে যুদ্ধ তেমন বিস্তৃত না হওয়ায় এখানে জোর কদমে খনন শুরু হয়েছিল।
খনির দেওয়াল ভেঙে পড়ার সাথে সাথে আশেপাশের গ্রাম থেকে কয়েকশ’ মানুষ ছুটে যায় চাপা পড়া শ্রমিকদের বাঁচাতে। কিন্তু খনি থেকে নির্গত হওয়া মারণ গ্যাসে তাদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়ে। আটকে পড়া ২৭ জনের মধ্যে ২৪ জনেরই মৃত্যু হয়।