- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

আন্দামান নিকবর দ্বীপপুঞ্জ ওয়ার্ল্ড বায়োস্ফিয়ার রিজার্ভ প্রকল্পের আওতায়

রামজীবন ভৌমিক, বামনহাট, ২ জুন#

ছবি sportsvista.blogspot.com এর সৌজন্যে
ছবি sportsvista.blogspot.com এর সৌজন্যে

ভারতের আন্দামান নিকবর দ্বীপ পুঞ্জে ১৮০০ প্রজাতিতে সমৃদ্ধ জীব জগৎ পাওয়া যায়। পৃথিবির অন্যতম অবলুপ্ত প্রায় উপজাতি সম্প্রদায় গুলির বসবাসও এখানে। বর্তমানে আন্দামান দ্বীপ পুঞ্জে এই উপজাতি সম্প্রদায় গুলি এবং বৈচিত্রময় জীব জগৎ এর অস্ত্বিত ভীষণ প্রশ্ন চিহ্নের মুখে পরেছে। আন্দামান নিকবর দ্বীপ পুঞ্জে আছে ১০৩৮৭০ হেক্টর চির সবুজ বনাঞ্চল।বিষুব অঞ্চল এর এই বন ভুমি তে সারা বছর কমবেশী বৃষ্টি পাত হয়। দ্বীপ পুঞ্জের তট বরাবর জলা ভুমিতে ২০০ প্রজাতির ছোট অমেরুদন্ডি প্রাণি বসবাস করে। নিকবর দ্বীপুঞ্জে বাসবাস কারি উপজাতি মানুষের সংখ্যা ৬৩৮১। এদের জীব বৈচিত্র সম্পর্কে প্রাকৃতিক জ্ঞান ও ব্যবহারিক জ্ঞান আমাদের কৌতহলের উৎস। এই উপজাতির ঔষধি গাছপালা সম্পর্কে ধারনা, বিস্তীর্ণ সবুজ বনভুমির ব্যবহারিক উপাদান সম্পর্কে ধারনাকে সংরক্ষণ ও বিশ্বের মানব  জাতির ব্যবহারের জন্য ইউনেস্কো একে ওয়ার্ল্ড বায়োস্ফিয়ার রিজার্ভ সন্মানে ভুষিত করেছে। গত তিরিশে মে বৃহস্পতিবার প্যারিসে ইউনেস্কোর ম্যান এন্ড বায়োস্ফিয়ার প্রোগ্রামের আন্তর্রজাতিক সমন্বয় কারি কাউন্সিল পৃথিবীর  ১২টি জীব বৈচিত্রে সমৃদ্ধ স্থান কে পৃথিবীজোড়া জীব মন্ডল সংরক্ষনের আওতায় নিয়ে আসে। ফলে দ্বীপ পুঞ্জের স্থল ভাগের জীব বৈচিত্র, স্বাদু জলের জীব বৈচিত্র, চারপাশের সামুদ্রিক জীব সম্পদ এবং সমুদ্র তট ভুমি কে রক্ষা করা সম্ভব হবে। বর্তমানে পৃথিবির ১১৭টি দেশে ৬২১ট জীব বৈচিত্র পূর্ণ অঞ্চলকে জীব মন্ডল সংরক্ষণের আওতায় আনা হয়েছে। নিকবর দ্বীপ পুঞ্জের পাশাপাশি পাকিস্থানের বৃহতম বনাঞ্চল জুনিপার বন কেও এই সংরক্ষণের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।