- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

অন্য পত্রিকার খবর : গার্ডেনরীচের মৌ পত্রিকা প্রকাশ হচ্ছে ৩৫ বছর ধরে

গার্ডেনরীচ ফতেপুর অঞ্চল থেকে দীর্ঘ ৩৫ বছর যাবৎ প্রকাশিত হয়ে চলেছে ‘মৌ’ পত্রিকা। রেজিস্ট্রেশনের জন্য একাধিকবার আবেদন করার পর অবশেষে সরকারি স্বীকৃতি পাওয়া গেছে। তাই ১৪২০ বঙ্গাব্দের বৈশাখ সংখ্যাটি প্রকাশিত হয়েছে নবপর্যায়ে ১ম বর্ষ ১ম সংখ্যা হিসাবে। কাস্তে কবি দীনেশ দাসের জন্মশতবর্ষ, কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের সার্ধশত জন্মবর্ষ এবং ‘বিদ্রোহী’ কবিতার ৯০ বছর অতিক্রান্ত হওয়াকে স্মরণ করে পত্রিকার প্রচ্ছদ ও সম্পাদকীয়। চার্লি চ্যাপলিন সম্পর্কিত একটি নিবন্ধ, বেশ কিছু কবিতা, একটি ভূতের গল্প, গ্রন্থ পর্যালোচনা, নাট্য সমালোচনা, বিভিন্ন সংবাদ, মেটিয়াব্রুজের বড়তলা হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক প্রয়াত চিন্তাবিদ আখতার হোসেনের চিন্তাভাবনার কিছু নিদর্শন ইত্যাদি নানাবিধ বিষয় প্রকাশিত হয়েছে পত্রিকাটির এই সংখ্যায়। প্রচুর বিজ্ঞাপন এবং বেশ কিছু ছাপার ভুলও নজর এড়ায় না। এ বিষয়ে আরও একটু যত্নবান হওয়া পত্রিকার উন্নতির জন্য প্রয়োজন মনে হয়।
সম্পাদিকা শ্রীমতী মায়া ঘোষ। প্রকাশক শ্রী কাশীনাথ ঘোষ। ঠিকানা জে ৪১৩ পাহাড়পুর রোড, গার্ডেনরীচ, কলকাতা ২৪। দূরভাষ ৯৭৪৮৩৩৮৩৭৬/৯৮০৪৪১৬৯১১।