- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

অনাবৃষ্টিতে উত্তরবঙ্গের আনারসের কাণ্ড ফেটে যাচ্ছে

সংবাদমন্থন প্রতিবেদন, ৩০ এপ্রিল#

আনারস খেতের ছবি ফ্রুটপিডিয়া থেকে।
আনারস খেতের ছবি ফ্রুটপিডিয়া থেকে।

উত্তরবঙ্গের শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লক এলাকায়, বিধাননগর এলাকায় আনারস খেত ভালোই সেজে উঠেছিল। কিন্তু অনাবৃষ্টির কারণে কাণ্ড ফেটে যাচ্ছে। ফলের আকার খুব ছোটো হচ্ছে। দাবদাহে এবার আনারসের ফলন চল্লিশ শতাংশ কম হবে। কাণ্ড ফেটে যাওয়ার জন্য ফল একটু বড়ো হলে বা ঝড় বৃষ্টি হলেই ফাটল ধরা কাণ্ড ভেঙে আনারস চাষ ব্যাপক মার খাবে।
উত্তরবঙ্গের আনারস চাষি সংগঠনের সম্পাদক অরুণ মণ্ডল জানান, গত বছরের তুলনায় অন্ততঃ এক লক্ষ টন কম আনারস উৎপাদিত হবে। প্রতিদিন সেচের ব্যবস্থা করার জন্য উৎপাদন খরচ অনেক বেড়ে যাবে। বাজার ধরে আনারস বিক্রি করা বেশ মুশকিল হবে বলে মনে করেন ধুলুয়াবাড়ির আনারস চাষি বাদল সরকার।
অন্যদিকে দক্ষিণ দিনাজপুর জেলার বোরো ধানের শিস বের হয়েছে। আর এখনই আটটি ব্লকের বিভিন্ন জায়গায় মাজরা পোকার আক্রমণ বেড়েছে। এই পোকার আক্রমণে ধানের শিসের ব্যাপক ক্ষতি করছে। বিশেষ করে ড্রামলিডার ও শ্রী পদ্ধতিতে লাগানো ধানের জমিতে মাজরা পোকারা জাঁকিয়ে বসেছে।