- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

ফলতা ব্লকে যথেচ্ছ গাছ কাটা চলছে, পানীয় জলের পাইপ লাইন বসানোর অজুহাতে

পার্থ কয়ালের অভিযোগের ভিত্তিতে রিপোর্ট শমীক সরকারের, ৩০ অক্টোবর#

সারি সারি কাটা গাছ। ফলতা ব্লকে মহীরামপুরের কাছে পার্থ কয়ালের তোলা ছবি। ২১ সেপ্টেম্বর।
সারি সারি কাটা গাছ। ফলতা ব্লকে মহীরামপুরের কাছে পার্থ কয়ালের তোলা ছবি। ২১ সেপ্টেম্বর।

দক্ষিণ চব্বিশ পরগণার ফলতা থেকে মথুরাপুরে পানীয় জলের পাইপলাইন বসানোর কাজে নির্বিচারে গাছ কাটা চলছে। ফলতা ব্লকে বিশালাক্ষ্মীতলা থেকে মহীরামপুর — এই ৪ কিমি রাস্তার দু-পাশে প্রায় পঞ্চাশটির মতো বড়ো বড়ো গাছ কাটা হয়েছে, যার মধ্যে দামী কাঠের শিরিষ গাছ-ও আছে। গুঁড়ি পড়তে না পড়তেই উধাও হয়ে যাচ্ছে বলে অভিযোগ।
রাস্তার দু-পাশে নয়ানজুলি দিয়ে পাইপলাইন গুলি নিয়ে যাওয়া হচ্ছে। স্বাভাবিকভাবেই, পাইপলাইন বসানোর জন্য গাছ কাটা জরুরি নয়। কিন্তু ব্যবসায়িক লাভের কথা ভেবেই এই বেআইনি কাজ করা হচ্ছে বলে অভিযোগ।
আর্সেনিকমুক্ত জল সরবরাহের উদ্যোগের অঙ্গ হিসেবে সরকারি পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের এই কাজটি করার বরাত পেয়েছে সিমপ্লেক্স ইনফ্রাস্ট্রাকচার নামে একটি কনট্রাক্টর সংস্থা।
ওয়েস্ট বেঙ্গল ট্রিস (প্রটেকশন এন্ড কনজারভেশন ইন নন-ফরেস্ট এরিয়াস) অ্যাক্ট ২০০৬ অনুযায়ী এই বৃক্ষনিধন বেআইনি — এই মর্মে একটি অভিযোগ জমা পড়েছে দক্ষিণ চব্বিশ পরগণার ডায়মন্ড হারবারের ফরেস্ট রেঞ্জ অফিসারের কাছে। এছাড়াও দক্ষিণ চব্বিশ পরগণার জেলাশাসক, ডায়মন্ড হারবারের মহকুমা শাসক-এর কাছেও অভিযোগ জানানো হয়েছে।

কাজের জন্য সিমপ্লেক্স-এর বোর্ড। ছবি পার্থ কয়ালের তোলা। ২১ সেপ্টেম্বর।
কাজের জন্য সিমপ্লেক্স-এর বোর্ড। ছবি পার্থ কয়ালের তোলা। ২১ সেপ্টেম্বর।