- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

পাহাড় নদী ধ্বংস করে তাওয়াং-এ মেগা জলবিদ্যুৎ প্রকল্প বিরোধী আন্দোলনের অবিসংবাদী নেতা গিয়াৎসো আটক, ছাড়াতে গিয়ে পুলিশের গুলিতে মৃত দুই, পরে জামিন

শমীক সরকার, ৪ মে#

ছবি ইন্টারনেট থেকে।
ছবি ইন্টারনেট থেকে।

২ মে সোমবার অরুনাচল প্রদেশের তাওয়াং-এ পুলিশের গুলিতে দুই প্রতিবাদী যুবকের মৃত্যু হয়েছে। একজনের নাম নিমা ওয়াংদি (২১), আরেকজন সেরিং টেম্পা (৩১)। নিমা ওয়াংদি তাওয়াং গুম্ফার একজন সন্ন্যাসী। এনাকে দু-বার গুলি করা হয়। সেরিং টেম্পা জাংদা গ্রামের যুবক, সদ্য বিবাহিত। একে গায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করা হয়। দু-জনেই ঘটনাস্থলে মারা যায়। আহত জনা দশেক। অরুনাচল প্রদেশে বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প বিরোধী একজন জননেতাকে পুলিশি হেফাজত থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য পুলিশ স্টেশনে প্রায় দেড় হাজার মানুষ জড়ো হলে সেখানে পুলিশ গুলি চালায়।

অরুনাচল প্রদেশের মন এলাকায় পাহাড়ি নদীগুলির ওপর বাঁধ দিয়ে ভারত সরকারের তরফে বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প করার চেষ্টা চলছিল বেশ কিছুদিন ধরে। তা আটকাতে স্থানীয় মানুষদের নিয়ে গড়ে ওঠে ‘সেভ মন রিজিওন ফাউন্ডেশন’ বা ‘মন এলাকা বাঁচাও ফাউন্ডেশন’। এই সংগঠনের সেক্রেটারি একজন লামা লোবসাং গিয়াৎসো। লোবসাং গিয়াৎসো-কে গত সপ্তাহে দু-বার গ্রেপ্তার করা হয়।

গত ৭ এপ্রিল ন্যাশনাল গ্রীন ট্রাইবুনাল (পরিবেশ বিষয়ক ভারতের সর্বোচ্চ আদালত) জেমিথাং-এর নিয়ামজাং ছু বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প (৭৮০ মেগাওয়াটের)-র পরিবেশগত ছাড়পত্র বাতিল করে দেয়। এনজিটি-তে এই আবেদন করেছিল লোবসাং গিয়াৎসোর নেতৃত্বাধীন ‘মন এলাকা বাঁচাও ফাউন্ডেশন’। তাওয়াং তথা অরুনাচল প্রদেশ তথা গোটা উত্তর-পূর্ব ভারতের পাহাড়ি নদীগুলোতে বাঁধ দিয়ে ধ্বংস করে বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প বানানোর কর্পোরেট ও কেন্দ্রীয় সরকারী পরিকল্পনার ওপর বড়ো আঘাত। তাদের স্থানীয় এজেন্টদের কাছেও ধাক্কা। একই সাথে বাঁধ-বিরোধী আন্দোলনকারীদের বড়ো জয়।

মঙ্গলবার ২৬ এপ্রিল গিয়াৎসোকে প্রথমবার গ্রেপ্তার করা হয় গংখার গ্রামে ৬ মেগাওয়াটের ‘মুক্ত শাকাংচু জলবিদ্যুৎ প্রকল্প’র বিরুদ্ধে একটি মিছিলে নেতৃত্ব দেওয়ার জন্য। এই ছোটো প্রকল্পের বাঁধ থেকে জল উপচে পড়লে তা নদীতে ফেলে দেওয়ার জন্য যে ‘স্পিলওয়ে’ তা পুনর্গঠন করার কাজে বাধা দিচ্ছিল গ্রামবাসীরা। এই স্পিলওয়েটি খারাপ মালমশলা দিয়ে বানানো হচ্ছিল বলে গ্রামবাসীদের অভিযোগ। স্থানীয় এমএলএ পেমা খান্দুর অভিযোগের ভিত্তিতে এই গ্রেপ্তারি হয়, অবশ্য পরে গিয়াৎসো জামিন পান।

প্রথমবার গ্রেপ্তারের পর ছাড়া হলেও, দ্বিতীয়বার তিনি গ্রেপ্তার হন বৃহস্পতিবার ২৮ এপ্রিল। তাওয়াং গুম্ফার প্রধান সন্ন্যাসী গুরু রিনপোচের জাতিসত্ত্বা নিয়ে কথা বলে ধর্মীয় ভাবাবেগ-এ আঘাত করেছে গিয়াৎসো, এই অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়।

প্রকৃত ঘটনা কী ঘটেছিল?

অরুনাচল টাইমসের একটি রিপোর্ট মোতাবেক, প্রথমবার গিয়াৎসোকে গ্রেপ্তার করার পর গিয়াৎসোর অনুগামী, যা কি না সংখ্যায় অনেক, তারা চটে ছিল। সেই উত্তেজনা প্রশমন করার পরিবর্তে প্রশাসন জেলা পরিষদের একটি মিটিং-এর অনুমতি দেয় ২৮ এপ্রিল বৃহস্পতিবার। জেলা পরিষদ মিটিং-এ উন্নয়নমূলক বিভিন্ন বিষয় আলোচনা হওয়ার কথা। কিন্তু সেটাকে গিয়াৎসো বিরোধী মিটিং-এ বদলে দেওয়া হয়। মিটিং-এ একটি অডিও টেপ চালানো হয়, যাতে শোনা যায়, গিয়াৎসো তাওয়াং গুম্ফার প্রধান রিনপোচেকে উদ্দেশ্য করে বলছেন, রিনপোচে তাওয়াং-এর মানুষ নন। তিনি যেন এখানকার প্রস্তাবিত জলবিদ্যুৎ প্রকল্পের ব্যাপারে না ঢোকেন। এটা শোনানোর পর জেলা পরিষদ মিটিং-এর চেয়ারম্যান মিটিং-এ উপস্থিত সবাইকে উত্তেজিত করতে থাকে একটা হেস্তনেস্ত করার জন্য। এবং মিটিং এর পরিণতিতেই লামা লোবসাং গিয়াৎসোর বিরুদ্ধে এফআইআর করা হয়।

বৃহস্পতিবারে তাঁকে গ্রেপ্তার করা হলেও শুক্রবারেও তিনি জামিন পাননি। ২৯ এপ্রিল শুক্রবার সকাল এগারোটায় জামিনের আবেদন জানানো হলেও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছুটিতে থাকায় অন্তর্বর্তীকালীন এক ম্যাজিস্ট্রেট রাত সাড়ে আটটায় জামিনের আবেদনের শুনানি শুরু করেন এবং তদন্তকারী পুলিশ অফিসারের রিপোর্ট অসম্পূর্ণ থাকায় গিয়াৎসোর জামিন হয়নি। ২ মে সোমবার শুনানি ফের শুরু হলেও ওই ম্যাজিস্ট্রেট বুধবার ৪ মে অবধি শুনানি স্থগিত রাখেন। তদন্তকারী পুলিশ অফিসার গিয়াৎসোর ১৪ দিনের পুলিশ হেফাজত চান। এসব ঘটনা যখন ঘটছে, তখন বাইরে গিয়াৎসোর হাজার সমর্থক। যে রাস্তা দিয়ে গিয়াৎসোকে আদালতে নিয়ে আসা হয়েছিল, অন্য রাস্তা দিয়ে তাকে থানায় ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়। এতে আরো চটে যায় লোকে। তখনই শুরু হয় জনতার মারমুখী প্রতিবাদ। পুলিশ গায়ে বন্দুক ঠেকিয়ে গুলি চালায়।

সোমবার বিকেলে মারমুখী প্রতিবাদ ও তাতে পুলিশের গুলির পরে গিয়াৎসো-কে মুক্তি দেয় প্রশাসন। তবে মুখ্যমন্ত্রী বা রাজ্যপাল, কেউই এই গুলি চালনার নিন্দা করেনি।

বিখ্যাত তাওয়াং গুম্ফার জন্য একটি বিশাল ফান্ডের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। এদিকে তাওয়াং গুম্ফার প্রধান সন্ন্যাসী গুরু তুল্কু রিনপোচে দলাই লামার মনোনীত। এবং তাওয়াং এলাকার মানুষের খুব শ্রদ্ধেয়। অভিযোগ, যেহেতু সরকার ফান্ডের ব্যবস্থা করেছে, তাই তাওয়াং গুম্ফার প্রধান সন্ন্যাসীকে জলবিদ্যুৎ প্রকল্পের সমর্থনে ব্যবহার করতে চাইছে রাজ্য সরকার।

জলবিদ্যুৎ প্রকল্পবিরোধী আন্দোলনের আরেক শরিক, ‘ফোরাম ফর সিয়াং ডায়ালগ’-এর বিজয় তারাম এই ঘটনার নিন্দা করেছেন। বলেছেন, তাওয়াং-এর মতো বাস্তুতান্ত্রিকভাবে সংবেদনশীল একটি জায়গায় জলবিদ্যুৎ প্রকল্প গড়ার বিরুদ্ধে আন্দোলনের এক নেতার মুক্তির দাবিতে জমায়েত করছিল মানুষ। সেখানে এই পুলিশি বলপ্রয়োগ।