- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

শেষ মহারাজার উপর প্রদর্শনী কোচবিহারে

সৌমিত্র গোস্বামী, ১৬ই ডিসেম্বর , কোচবিহার#

সপরিবারে মহারানী উত্তরাদেবী
সপরিবারে মহারানী উত্তরাদেবী,

চিত্র সহায়তাঃ রিমি বৈদ্য#

কোচবিহারের রাজকন্যার হাতে হল কোচবিহারের শেষ মহারাজার উপর আয়োজিত প্রদর্শনীর উদ্বোধন।  গত ১৬ই ডিসেম্বর কোচবিহার আর্কাইভ অ্যান্ড দ্য ইম্পিরিয়াল লাইব্রেরীর উদ্যোগে জেনকিন্স স্কুলে আয়োজিত হল তিন দিন ব্যাপী কোচবিহারের শেষ মহারাজা, মাহারাজা জগদ্দ্বীপেন্দ্রনারায়ণ ভূপবাহাদুরের উপর এক বিশেষ  প্রদর্শনী। এই প্রদর্শনীর উদ্বোধন করেন কোচবিহার এর রাজকন্যা তথা কোটার মহারানী উত্তরাদেবী। উপস্থিৎ ছিলেন কোটার মহারাজা ব্রিজরাজ সিংহ মহাশয়, তাঁদের পুত্র যুবরাজ ইজারাজ সিংহ মহাশয়, পুত্রবধু যুবরানী কল্পনাদেবী মহাশয়া প্রমূখ।

প্রসঙ্গত উল্লেখ্য যে গত ১৫ই ডিসেম্বর ছিল মহারাজা জগদ্দ্বীপেন্দ্রনারায়ন ভূপবাহাদুরের শততম জন্মদিবস। এই উপলক্ষ্যে মহারানী উত্তরাদেবীর সপরিবারে কোচবিহারে পদার্পন। ১৫ই ডিসেম্বর সকালে শহরের রাস্তায় একটা ছোট র‍্যালী বার হয়, কোচবিহারের উৎসাহী মানুষজন এতে অংশগ্রহন করেন। তিনদিন ব্যাপী এই প্রদর্শনীতে থাকছে মহারাজা জগদ্দ্বীপেন্দ্রনারায়ণের অসঙ্খ্য দুঃস্প্রাপ্য আলোকচিত্র,তাঁর লেখা চিঠিপত্র, মূল্যবান নথি, তাঁর ব্যাবহৃত পোশাক, গেজেট এবং মহারাজার সংক্ষিপ্ত জীবনী। এছাড়াও থাকছে কোচবিহারের রাজপরিবারের ইতিহাস সম্বলিত সংগ্রহযোগ্য কিছু বই। এই প্রদর্শনীটি চলবে আগামী ১৮ই ডিসেম্বর পর্যন্ত।

মহারাজা জগদ্দ্বীপেন্দ্রনারায়ণের শততম জন্মদিবস উপলক্ষে র‍্যালী
মহারাজা জগদ্দ্বীপেন্দ্রনারায়ণের শততম জন্মদিবস উপলক্ষে র‍্যালী