- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

ছিটমহলের উচ্ছ্বাস

ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময়ের আনুষ্ঠানিক কাজ সম্পন্ন হয়েছে একটা পরিমাণে। ছিটমহলবাসী বেশিরভাগ মানুষের কাছেই তা নিঃসন্দেহে এক বড়ো পরিবর্তন। সত্ত্বার স্বীকৃতি। মনুষ্যত্বের স্বীকৃতি। তাই উচ্ছ্বাস স্বাভাবিক।

কিন্তু প্রতিটি উচ্ছ্বাসের সঙ্গেই তার সীমাবদ্ধতাও সামনে আসে। বড়ো পরিবর্তনের মধ্যে আপাত অদৃশ্য হয়ে থাকে ছোটো ছোটো অনেক না পাওয়া। এমনকি অনেক যন্ত্রণা। এরকমই কিছু যন্ত্রণা, ক্ষমতার আস্ফালনের স্বীকার হয়ে কিছু আদত ছিটমহলবাসী তাদের ক্ষোভ বিক্ষোভ বিভিন্ন অসরকারী সংগঠনের কাছে জানিয়েছে — সংবাদমাধ্যমে আমরা তা জেনেছি। বলপূর্বক সংখ্যালঘুদের পাশ্তা থেকে উৎখাত করা থেকে শুরু করে জমির দখলদারী নিয়ে মাফিয়ারাজ — এসমস্ত অভিযোগ আছে।

উচ্ছ্বাসের সঙ্গে সঙ্গেই ওই যন্ত্রণার কথা শোনাটাও জরুরি।